Skip to main content

Posts

Showing posts from 2020

ঘন্টা - Ghonta writer by Muktarul Islam Muktar

ঘন্টা  মুক্তারুল ইসলাম মুক্তার দিন দিন বিষন্ন হয়তাছি খক্ষে খক্ষে বেজে ওঠে, অন্তরে আমার জাগে আপনজন হারানো ভয় হারাবো আজ সবি। মৃত্যু এসে ঘন্টা বাজায় প্রতিদিন আসিয়া দুয়ারে, স্মরণ করিয়া যাই আমায়। হাজার আনন্দের মাঝে থেকেও যেন আমি ভূগেছি এক শূন্যতায় । আখি ভরা জল, করছিল ছল ছল তবুও লিখেছি তোমার নাম, হ্নদয়ে আমার। মৃত্যুর মতো হয়ে আসো তুমি হ্নদয়ে আমার ঘন্টা বাজিয়ে স্নরন করিও যাও আমায়। Read More  #MuktarulIslam23   # MuktarulIslam32

আমি হব তোমার - Ami Hobo Tomar

আমি হব তোমার মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি বিশ্বাস করো আমি হব না অন্য কারো। আমি হব তোমার শুধুই তোমার। লাল শাড়ি আর মেহেদী হাতে নতুন বউয়ের সাজে, পালকিতে চড়ে যাব আমি তোমার বাড়ি। দেখবে তুমি অবাক হয়ে ঘুমটা দিয়ে থাকব বসে। ছুয়তে আসবে যখন মজা দেখাব তোমায় বাসর ঘরে তখন। থাকবে না তোমার বন্ধু বান্ধব থাকবে না তো কেউ থাকবো শুধু আমি আর তুমি। খেলবো পাশা করবো আলাপ গল্প করে রাত কাটিয়ে ভোর যে আনব ডেকে। Date : 22.06.2020 Time: 12:30pm #MuktarulIslam23   #MuktarulIslam #MuktarulIslam32   #MSMusicTv

স্বপ্ন দেখি - Sopno Deakhi

স্বপ্ন দেখি মুক্তারুল ইসলাম মুক্তার স্বপ্ন দেখি অনেক বড় আছি তো অনেক ছোট। হতে চাই আমি নজরুল , রবিন্দ্রনাথের মতো বিশ্ব কবি। আমি হতে চাই না রাজনীতিবিদ। তাই তো লিখি সর্বদা, কাব্যে প্রকাশ করি মনের ভাব । #muktarulislam32 # MuktarulIslam23 #Poem  

পথ হারা পথিক - Poth Hara Pothik 2021

  পথ হারা পথিক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি পথ হারা পথিক,  পাই না খুঁজে কোনো আলোর পথ, যেই পথে চলবে জীবন মোর । আমি ছদ্মবেশী পথিক হয়ে, খুঁজি সদা সত্যের পথ।। যেই পথে আছে মোর জীবন গাঁথা, দেখায় সর্বদাই  আলোর পথ। মুক্ত করে অন্ধ থেকে,  আলো দেখায় সর্বকালের।  আমি খুঁজে ফিরি সেই পথ, যেই পথে থাকব চিরকাল অমলিন।  যেই পথে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার।  যেই পথে আছে শুধু স্নেহ-ভালোবাসা , মায়া আর মমতা।  আমি খুঁজি সেই পথ, কোথায় গেলে পাওয়া যায় এমন? আমি খুঁজেছি দেশ হতে দেশান্তরে , কোথাও মেলেনি,   আজ ও খুঁজে পাইনি, এমন কোনো পথ।  তাইতো মনে মনে প্রতিজ্ঞা করি,   থাকব না আর লোকালয়ে,  চলে যাব গহীন জঙ্গলে। খোদার প্রেমে থাকিব মগ্ন, গহিন অরণ্যে।  আমি খুঁজে ফিরি আসনে,  খোদারি স্মরণে।  সমাজ সংসার ত্যাগে নয় ইবাদত-বন্দেগী, পরিবার পরিজন ছেড়ে । Time : 12:00 am   #MuktarulIslam23 #muktarulislam32 #poem  Like & follow 

Kobir Kabbe tumi - কবির কাব্যে তুমি

 কবির কাব্যে  তুমি   মুক্তারুল ইসলাম মুক্তার  অনুভবে তুমি আছো  স্মৃতি হয়ে মনের মাঝে । কবির কবিতার কাব্যে তুমি আছো , কবির প্রেমিকা হয়ে  । তাইতো কবি খুঁজে ফেরে  লিখে প্রকাশ করে কাব্যে।  পাওয়া না পাওয়ার যত কথা  সবি তো তোমার নামে লেখা ।

নীল রূপা Nil Rupa

 নীলরুপা        মুক্তারুল ইসলাম মুক্তার  শোন নীলরূপা, আমি তোমার নীল বলছি।  যান আজ তোমাকে, আমি খুব মিস করছি।  তুমি যদি থাকতে,,,  আজ কত ভালো লাগতো।  আমি যে তোমার অপেক্ষায় আছি।  নীলরুপা তুমি আসবে কি ফিরে   ফিরে আসবে আবার আমার জীবনে।  আবার স্বপ্ন বুনতে চাই  বাঁধতে চাই আবার  নতুন করে ঘর । আমরা আবার নতুন করে শুরু করতে চাই  আমাদের জীবন সংসার।  আসবে কি নিলরুপা। ফিরে আসবে কি , কত দিন হলো দেখি নাই তোমারে  খুব খুব ইচ্ছা করছিল,  একবার তোমাকে দেখি।  Time : 9:45 am - 9:13 pm Date : 25.09.2020

সুখের খোঁজে | MuktarulIslam23 | Sukher Khojoe

 সুখের খোঁজে  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি ক্ষান্ত নয় বরং চলমান  আমি ক্লান্ত নয় বরং অবিচল।  আমার নেই কোন স্বস্তি  একটু খানি বসিবার।  আমি চিরকাল অবিচল  নিশ্বাস আছে যতকাল।  লোকে বলে,  সুখ সে তো অনেক দূরে।  চাইলে কি পাওয়া যায়  সেই সুখ টারে।  আমি হন্য হয়ে খুঁজি  তপ্ত মরুর বুকে  একটু খানি স্বস্তির আশ্বাসে।  কোথায় সুখ, কোথায় স্বস্তি, তপ্ত মরুর বুকে যেন  মরীচিকার বেলাভূমি।  Time : 5:30 pm Date  : 21.9.20

নিস্তব্ধ কবি | Nistobdho Kobi | MuktarulIslam23

নিস্তব্ধ কবি  মুক্তারুল ইসলাম মুক্তার  লিখবে  না আর কোন কবিতা  গাইবে না আর, কোন সাম্যের গান।  চিরতরে বন্ধ হয়ে গেছে  কবির মন প্রাণ । পড়ে রয়েছে কলম-ডাইরি  শূন্য চেয়ার-টেবিল, চশমা টা পড়ে আছে টেবিলের কোন একখানে।  অনন্ত কালের যাত্রী হয়ে  চলে গেছে বাংলার কবি।  আজ কলম ভরা কালি আছে  সাদা পৃষ্ঠা ওয়ালা ডাইরি । লেখার মতো কেউ নেই  হে প্রিয় কবি।

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি তো সবে মাত্র গ্রাজুয়েট স্টুডেন্ট।    তাই তো  বলতে গেলে                   দিদ্ধা লাগে মনে।    কেমন করে বলব                     তোমায় আমি ভালোবাসি ।।     Date 23-08-20 Time 2:14pm

মা তোমার ব উ মা | Ma Tomar BowMa

  মা তোমার বউ মা মুক্তারুল ইসলাম মুক্তার  মা ও মা,  মাগো কথা কবি না।  ও মা একবার দেখ না মা।।  দেখ একবার চেয়ে,  আমি তোর জন্য কারে আনছি।   একবার তাকিয়ে দেখ না  দেখ মা তোর ছেলের ব উকে  একবার দেখ না মা।  তোর সাথে গল্প করার জন্য  আজ আমি কারে আনছি।  সদ্য বিয়ে করে আনতে না আনতেই  মা আমার চলে গেল।  একবার ও দেখলি না মা  তোর ছেলের ব উকে।   কত সুন্দর, টুকটুকে লাল, একটা পরীর মত মাইয়ারে  তোমারব উ মা বানাইয়া আনছি।  তারে একবার ও কি,  তোর দেখতে মন চায় না।   মা ও মা, মাগো কথা কবি না  এখনো কি রাগ করে , চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবি।  মা তোমার ব উ মা অপেক্ষা করছে  তোমার থেকে আর্শিবাদ নিবে বলে।  কি ‌হলো মা কথা কবি না।  মা ও মা,  মাগো তুই কি, খোকাকে ভুলে গেছিছ । খোকাকে যদি একদিন না দেখতিস মা  অস্থির হয়ে পড়তাম,  আজ কেমনে শুয়ে আছিছ মা।   তোর এই আদরের খোকাকে ছেড়ে,  কেমনে থাকবি মা একা একা।  যেইখানে নাই তোর খোকা  আদরের তিন কন্যা। । মা ও মা, মাগো পারবি কি তাদের ছেড়ে  পারবি একা একা থাকতে।  বল না মা পারবি।   Today  Time : 10:00 pm

ভালবাসায় ঘুন ধরেছে

ভালবাসায় ঘুন ধরেছে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার তিলে তিলে গড়ে তোলা,                                                            সাড়ে তিন বছরের ভালবাসা সেই ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না, ভালবাসায় ঘুনে ধরেছে। ও মন জানো না। সুখ বসন্ত সুখের কালে, বন্ধু আমার পাশে থাকে, বুঝি সে আমায় কত ভালবাসে। দুঃখ পেলে বন্ধু রইনা আমার পাশে। সুখ পেলে আসে হেসে দুঃখ পেলে যায় হারিয়ে। ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। ভালবাসায় ঘুন ধরেছে, ঘুনে করছে সর্বনাশ ও মন জানো না । ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। Date  : 19.06.2020 Time : 7:40am #MuktarulIslam32  #MuktarulIslam #MuktarulIslam23  #MsMusicTv

Single Waterman-একলা মাঝি-মুক্তারুল ইসলাম মুক্তার

একলা মাঝি  মুক্তারুল ইসলাম মুক্তার আমি নিঘাটা নায়ের মাঝি নৌকা ছাড়াই মাঝি। ছাড়িলাম তরি আপন মনে জানি না ভীরবে কোথায়। মিলবে যেথায় মনের মতো মানুষ পাব আমার মতো। সওদা করবো তার সাথে । যদি পায় একজন আমরা হব দুইজন। গল্প করবো সারা জীবন। সংসার হবে মনের মতো সন্তান হবে ফুলের মতো। Date  :  28-06-20 Time :  4.42pm Muktarul Islam Muktar Sorkar

Shepherd Boy / রাখাল বালক

https://twitter.com/MuktarulIslam23 রাখাল  বালক মো : মুক্তারুল ইসলাম মুক্তার ও গো রাখাল বালক দেখছি তোমায় রোজ সকালে গরু চড়াও মাঠে মাঠে বড্ড ভালো লাগে। তুমি যখন বাসির সুরে মিষ্টি করে গেয়ে যাও গান, বেহায়া মনটা আমার এক ছুটে আসতে চায় পাশে তোমার বসতে চায়, তোমার কোলে মাথা রেখে শুনতে চায় একটু গান। শুনাবে কি গান? আমি যে রাখাল বালক পরিচয় আমার গরু চড়ায় মাঠে মাঠে।  নাই যে আমার তোমার মতো, দালান-কোটা, ইট-পাটকেলের ঘর আমি যে রাখাল চড়ায় গরু মাঠ হতে মাঠ। তোমার বাবা চাকরি করে আমি যে রাখাল কেমন করে শুনাব গান মাথা রেখে কোলে। Subscribe Now ⇨⬇ সমাজ আমায় ঘৃণ্যা করে আমি রাখাল বলে। কেউ আমায় ভালবাসে না আমি রাখাল বলে । লোকের কথায় দেয় না কান লোকে যা বলে বলুক, তুমি আমার রাখাল রাজা এ টুকু জানি। বাবার আছে দালাদ-কোটা আছে গাড়ী-বাড়ি তাতেও যে মন জুড়ায় না না দেখিলে তোমায় একটুখানি। তোমায় যে বড় ভালবাসি ভালবাসবে কি আমায় ? তুমি তো ননীর পুতুল ধনীর দুলাল না ছুঁয়ছে তোমায় রোদ বৃষ্টি মিছে ভাল

আমি বাঙ্গালী-Muktarul Islam Muktar

আমি বাঙ্গালী। মো: মুক্তারুল ইসলাম মুক্তার আমি বাংলায় কথা বলি তাই আমি বাঙ্গালী। আমি বাংলাদেশে বাস করি তাই আমি বাঙ্গালী। বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার জনের ভাষা বাংলা যে আমার জন্মভূমি তাই আমি বাঙ্গালী। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমি, আমার মাতৃভাষা বাংলা। পৃথিবীতে যত ভাষা ইংলিশ, হিন্দি, উর্দূ, ফারসী আছে  আর ও যত শত ভাষা, সবার থেকে সেরা আমার মাতৃভাষা বাংলা। আমার অহংকার আমি বাঙ্গালী। Time : 6:44pm Date  :  16.06.20 #MuktarulIslam32 #MuktarulIslam23 #MuktarulIslam      #MsMusicTv

সেই স্মৃতি মনে পরে-Muktarul Islam Muktar

সেই স্মৃতি মনে পরে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার সেই দিন রাতে আমি, কত যে কেঁদেছি মাগো, তোমার কথা ভেবে। যে রাত্রিতে আমাকে ডেকে মাগো বলেছিলে খোকা, যদি করে করে থাকি কোন ভুল ক্ষমা করে দিস আমাকে। আজ আমি যাব চলে ত্রিভুবন ছেড়ে। খোকা তোকে একা করে যাচ্ছি চলে পরপারে। ভাল থাকিস খোকা তুই ভুবনে। যদি পারিস খোকা করিস একটু দোয়া তোর জনম দুঃখী মায়ের জন্য। এর থেকে বেশী কিছু চাইনা খোকা তোর কাছে। চলে যাচ্ছি আমি, খোকা তুই ভালো থাকিস। সেইদিন রাতের কথা এখনো আমাকে কাঁদায়। তোমার স্মৃতি গুলো মাগো সারাক্ষণ চোখ ভাসায়। আজ ভুলিনি, আমি সেই রাতের কথা। Date  : 22.5.20 Time : 3:36 am #MuktarulIslam32   #MuktarulIslam23 #MuktarulIslam        #MSMusicTv

আর চালাব না ফেসবুক -Writer Muktarul Islam Muktar

।।।।।।।।।।।।।।।।।।।।।। আর চালাব না ফেসবুক  যদি না পাই  বন্ধুর ম্যাসেজ  যার পৃরিতে আগুন জ্বলে রিদয়ে আমার। সময় গেল হেলায় হেলায় এই না চলে ফেসবুক বন্ধু কবে হবি আমার মন যে পথ ও চাই। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর ফেসবুকে করছে খেলা ব্লক দিছে ম্যাসেনজারে। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার ম্যাসেজ  খানি একটু আমি চাই । ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। আর যাব না বকুল তলা  যদি না পাই বন্ধুর দেখা তার পৃরিতে অনল জ্বলে এই না অন্তরায় সময় গেল হেলায় হেলায় ঐ না বসে বকুল তলায় বন্ধ কবে হবি রে আমার মন যে পথ ও চায়।।।। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর করছে খেলা এই না অন্তরায়। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার পরশ খানি একটু আমি চাই । MD.  Muktarul Islam Muktar #MuktarulIslam23 #MsMusicTv

নিঠুরিয়া Nithuria Writer by Muktarul Islam

                    নিঠুরিয়া         মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার                  তুমি বন্ধু নিঠুরিয়া                 আমারে ভুল বুঝিয়া             অভিমান করে চলে গেলে                  আমায় একা করে। আমার ভালবাসাকে কবর দিয়ে বউয়ের  সাজে সাজিয়া চলে গেছো বন্ধু  তুমি পরের হাত ধরিয়া।                  আমাকে ভুলে গিয়ে            আছ তুমি সুখে পড়ের ঘরে। ‌                  স্বামীর ঘরে সুখেতে                   তোমার বসবাস।            কত দুঃখ বেদনা সহ্য করে          বেঁচে আছি তোমায় পাব বলে। শেষ বিদায়ে  আসিও একবার আমায় দেখিতে কাফনের কাপড় পরে, যে দিন আমি যাব চলে।              সে দিন এসে, কাঁদবে ঠিকই                    আমার কথা ভেবে                       লাভ হবে না,                চোখের জল ফেলে। হাসি মুখে বিদায় দিও সে দিন আমায় যত করি অপরাধ। #MuktarulIslam23  #MuktarulIslam32 #MuktarulIslam  #MsMusicTv  # poem

আজ বড়ো বদলে গেছো তুমি- Aj Boro Bodle Gaso Tumi MuktarulIslam23

আজ বড়ো বদলে গেছো তুমি Muktarul Islam Muktar Sorkar আজ বড়ো বদলে গেছো তুমি বদলে গেছে তোমার ভালবাসা। সব কিছু বদলে দিয়েছ তুমি বদলাতে পারোনি শুধু সময় । সুখের আশায় বদলে দিয়েছ  তুমি, আমার ভালবাসা । একবারও ভাবলে না আমার কথা। এভাবে বদলে যাবে ভাবিনি কখনো। কত স্বপ্ন ছিল মনে কত আশা ছিল এ জীবনে, তোমাকে নিয়ে বাঁধতে চাইলাম ঘর সব কিছু ভেঙ্গে দিয়ে করে গেলে পর। #MuktarulIslam23   #MuktarulIslam32 #MuktarulIslam        #MSMusicTv

ঈদের আনন্দ

                      ঈদের আনন্দ           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার রমজানের রোজার শেষে                   আকাশে ঈদের চাঁদ উঠেছে । হাসির রেখা বইছে মনে                  আনন্দে মন হারায় আজ ঈদ যে আসছে সবার ঘরে।                  ঈদ কাটুক সবার হাসিখুশিতে খোঁজ খবর করব মোরা গরীব দুঃখীদের।                  আত্মীয়-স্বজন প্রতিবেশী সবার সাথে আনন্দ করব বিনিময় ।                 ছোট বড় গরিব ধনী নাই কো ভেদাভেদ সবাই কাদে কাদ মিলিয়ে                 পড়ব নামাজ মাঠে গিয়ে। কি যে আনন্দ ব ইছে মনে।                  রমজানের রোজার শেষে আকাশে ঈদের চাঁদ উঠেছে,                  হাসির রেখা বইছে মনে আনন্দে মন হারায় আজ                   ঈদ যে আসছে সবার ঘরে। Time : 7:00am Date  : 25/5/20 Facebook : https://facebook.com/MuktarulIslam32

Matador Corona - Muktarul Islam Muktar

"Matador Corona"                    Muktarul Islam Muktar This is matador corona                                                      এই হয় ঘাতক করোনা এই নিয়ে ভাবনা                            সকল মানুষের চিন্তা কেমনে বাঁচিবে জীবনটা                           শুনিলে চীন ইতালি স্পেনের খবর শিহরিয়া ওঠে মনের ভিতর।                            গর্জিয়া ওঠে রিদয়টা ঘাতক করোনায় যাবে বুঝি জীবনটা।                              ওগো দয়াময় তুমি মহান তোমার দয়ায় বাঁচাও মোদের প্রাণ।                   This is Matador Corona এই হয় ঘাতক করোনা                            এই নিয়ে ভাবনা সকল মানুষের চিন্তা                             কেমনে বাঁচিবে জীবনটা মোরা বাঁচিতে সক্ষম                              প্রভু তোমার কৃপায়। আমরা বিশ্ববাসী,                           করি তোমার সুকুর গুজার তোমার কাছে করি মাথা নত                           মেরো না মোদের, এই ঘাতক করোনায়।

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আমি ঘাস হয়ে পাতায় রাখবো। তোমার অনুভূতি হয়ে                    আমি সারা জীবন থাকতে চাই । Date  :  7-5-2020 Time :   6:20 pm আর ও কবিতা পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন। FaceBook All social media #MuktarulIslam23

কাশফুল

    কাশফুল           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার          আমি দেখতে ভালবাসি                   শরতকালে নদীর ধারে  ফুটে থাকা হাজারো                    সাদা কাশফুল।  আমি ভালবাসি শরতের  নানারকম বৈচিত্র                    চারিদিকে ফুটে থাকা  হাজার কাশ ফুলের সমরাহ।  দক্ষিণা বাতাসের হাওয়া লেগে                   দোলে যখন কাশফুল                    মনে সাধ জাগে  আনিয়া কাশফুল, গাথিব মালা।                    আমি দেখতে ভালোবাসি শরৎকালে নদীর ধারে                      ফুটে থাকা হাজারো সাদা কাশফুল। আমি ভালবাসি শরতের নানারকম বৈচিত্র                       চারিদিকে ফুটে থাকা হাজার কাশ ফুলের সমরাহ।

আমার বন্ধু বিদেশীনি - Amar Bondhu Bideshini - Muktarul Islam

আমার বন্ধু বিদেশীনি মুক্তারুল ইসলাম মুক্তার আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তার রুপ খানা যে কেমন হবে  সেটাও না জানি । ও তার মিষ্টি  কথায়  আমার রিদয় হইয়াছে আকুল  না জানি দেখিতে সে কত সুন্দর। কত রিকোয়েস্ট করলাম তারে দিল না তার ছবি । ভালবাসি তারে আমি  সেটাও বুঝে না বুঝি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। তার কথা ভাইবা ভাইবা  রাত যে আমার যায় কাটিয়া আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তারে দেখার জন্য  মনটা আমার করে আনছান।  কখন সে পাঠাবে তার ছবি  সে আশাতেই আমি থাকি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। Writer : Muktarul Islam Muktar Sorkar Date  : 3.5.2020 Time : 7:56 pm  আরও কবিতা পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।  Facebook 

What is the Corona Virus? And how do we prevent it?

What is the Corona Virus, And how do we prevent it? করোনা ভাইরাস কি ? এবং এর প্রতিরোধ করব কিভাবে ? আরো জানতে কল করুন জরুরী স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে। করোনা ভাইরাস এক অভূতপূর্ব মহামারী !!! জানতে হবে সবাইকে . যুক্তরাষ্ট্র ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান এর চিকিৎসাবিদরা পূর্বেই ধারণা করেছিলেন এমন ভয়ঙ্কর মহামারী নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে . তাই- ই হলো, মধ্য চীনের হুবেই প্রভিন্সের উহান শহর থেকে উৎপত্তি ও প্রাদুর্ভাব শুরু হয়েছে নতুন এই ভয়ানক করোনা ভাইরাস ২০১৯ এর . এর আগেও বিভিন্ন সময়ে করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী অনেক মানুষ প্রাণ দিয়েছিলো. ১৯৬০ সালে আবিষ্কৃত মরণঘাতী এই ভাইরাসটি বিভিন্ন সময়ে এসেছিলো ভিন্ন নামে . উল্ল্যেখযোগ্য হলো , সার্স করোনা ভাইরাস ২০০৩ , মার্স করোনা ভাইরাস ২০১২, করোনা ভাইরাস ২০১৯ - 2020 . এবারের ভাইরাসটির ভয়াবহতা অনেক ভয়ানক হবে বলে চিকিৎসকরা আশংকা প্রকাশ করছে . শুরুর দিকে বিশ্ব স্বাস্থ সংস্থা তেমন গুরুত্ব না দিলেও গত এক সপ্তাহের ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ ( WHO) সংস্থা গভীর ভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে . মার্কিন চিকিৎসকরা ধারণা করছেন এই ভাইরাসে

Honors 2nd Year Result 2020 (Session 2017-18)

National University Honors 2nd Year Result 2020 এই বছর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার শুরুর তারিখ ছিল 14 নভেম্বর 2019 Now যে কোনও সময় ফলাফল বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিটি শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরে তাদের ফলাফল সংগ্রহ করতে পারে। তারা এসএমএস এবং অনলাইনে তাদের NU অনার্স 2 য় বর্ষের পরীক্ষার ফলাফল 2020 পরীক্ষা করতে পারে। ফলাফল প্রকাশের তারিখটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহুর্ত। সর্বোচ্চ প্রকাশিত প্রার্থী ফলাফল প্রকাশের তারিখের সন্ধান করবেন। আমরা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ধরণের বার্তা পাই। এজন্য এখানে আমি ফলাফল প্রকাশের তারিখটি বর্ণনা করতে যাচ্ছি। আমি আশা করি এটি আপনাকে আসল তথ্য সরবরাহ করতে সহায়তা করবে। Subscribe YouTube Chanel Honors 2nd Year Result 2020 Publish Date সাধারণত, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার 3 মাসের মধ্যে অনার্স এবং অন্যান্য প্রোগ্রাম ফলাফল প্রকাশের চেষ্টা করে। অনার্স রুটিনের মতে, পরীক্ষার শেষ তারিখ ছিল 23 ডিসেম্বর 2019 সুতরাং এই বছর অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল 2019

Brother It is our responsibility as each sister To provide security. Be safe, every sister.

Don't feel bad about seeing the title. Read it then comment. Rafi: I don't know. Seems new to the area. Who is #Dost Malta? - Hey, Bal Rosai is a college holiday sitting on the bridge Chat in time But this color is burqa Rafi: Anything but Malta. I did not see any girl wearing it. Today is the first I saw. Rafi: Ballisana wants to eat Ray. - You see the figure? At the top 12 in the middle 1 down. The boy exchanged habits with his friends all day. Evoking school, college girls. Anyway The girls who were a little earlier than evetizing An hour after they leave, King's phone calls Come on ... Raja's mother: Where are you, father? -What is mother? Why does your throat sound like this? Why are you crying Raja's mother: Fasting is no more. - In fact .... Listening to the mother's face from the side of the phone Later the sky broke and later on the king's head. Fasting He is the only younger sister of the groom. Fasting is his Collag