Skip to main content

Posts

Showing posts from November 23, 2024

লক্ষী আজ স্বপ্নে আসিও - Writer by SM. Muktar Sorkar

লক্ষী আজ স্বপ্নে আসিও  মুক্তারুল ইসলাম মুক্তার   লক্ষী আজ স্বপ্নে আসিও, করিয়া দেখা, মিলনের সময় করিও চুম্বন কপালে। তোমার চুম্বনে মমতা ভরা, মুখে যেন যৌন তৃষ্ণা । বুকের মাঝে রেখে তোরে, লক্ষী করিতে চাই যে আদর,  আসিও লক্ষী তুমি স্বপ্নে মোর।   

অনুভূতি - Feeling writer by Muktarul Islam Muktar Sorkar

                          অনুভূতি 15            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আমি ঘাস হয়ে...