Skip to main content

Posts

Showing posts from September, 2020

সুখের খোঁজে | MuktarulIslam23 | Sukher Khojoe

 সুখের খোঁজে  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি ক্ষান্ত নয় বরং চলমান  আমি ক্লান্ত নয় বরং অবিচল।  আমার নেই কোন স্বস্তি  একটু খানি বসিবার।  আমি চিরকাল অবিচল  নিশ্বাস আছে যতকাল।  লোকে বলে,  সুখ সে তো অনেক দূরে।  চাইলে কি পাওয়া যায়  সেই সুখ টারে।  আমি হন্য হয়ে খুঁজি  তপ্ত মরুর বুকে  একটু খানি স্বস্তির আশ্বাসে।  কোথায় সুখ, কোথায় স্বস্তি, তপ্ত মরুর বুকে যেন  মরীচিকার বেলাভূমি।  Time : 5:30 pm Date  : 21.9.20

নিস্তব্ধ কবি | Nistobdho Kobi | MuktarulIslam23

নিস্তব্ধ কবি  মুক্তারুল ইসলাম মুক্তার  লিখবে  না আর কোন কবিতা  গাইবে না আর, কোন সাম্যের গান।  চিরতরে বন্ধ হয়ে গেছে  কবির মন প্রাণ । পড়ে রয়েছে কলম-ডাইরি  শূন্য চেয়ার-টেবিল, চশমা টা পড়ে আছে টেবিলের কোন একখানে।  অনন্ত কালের যাত্রী হয়ে  চলে গেছে বাংলার কবি।  আজ কলম ভরা কালি আছে  সাদা পৃষ্ঠা ওয়ালা ডাইরি । লেখার মতো কেউ নেই  হে প্রিয় কবি।

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি তো সবে মাত্র গ্রাজুয়েট স্টুডেন্ট।    তাই তো  বলতে গেলে                   দিদ্ধা লাগে মনে।    কেমন করে বলব                     তোমায় আমি ভালোবাসি ।।     Date 23-08-20 Time 2:14pm

মা তোমার ব উ মা | Ma Tomar BowMa

  মা তোমার বউ মা মুক্তারুল ইসলাম মুক্তার  মা ও মা,  মাগো কথা কবি না।  ও মা একবার দেখ না মা।।  দেখ একবার চেয়ে,  আমি তোর জন্য কারে আনছি।   একবার তাকিয়ে দেখ না  দেখ মা তোর ছেলের ব উকে  একবার দেখ না মা।  তোর সাথে গল্প করার জন্য  আজ আমি কারে আনছি।  সদ্য বিয়ে করে আনতে না আনতেই  মা আমার চলে গেল।  একবার ও দেখলি না মা  তোর ছেলের ব উকে।   কত সুন্দর, টুকটুকে লাল, একটা পরীর মত মাইয়ারে  তোমারব উ মা বানাইয়া আনছি।  তারে একবার ও কি,  তোর দেখতে মন চায় না।   মা ও মা, মাগো কথা কবি না  এখনো কি রাগ করে , চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবি।  মা তোমার ব উ মা অপেক্ষা করছে  তোমার থেকে আর্শিবাদ নিবে বলে।  কি ‌হলো মা কথা কবি না।  মা ও মা,  মাগো তুই কি, খোকাকে ভুলে গেছিছ । খোকাকে যদি একদিন না দেখতিস মা  অস্থির হয়ে পড়তাম,  আজ কেমনে শুয়ে আছিছ মা।   তোর এই আদরের খোকাকে ছেড়ে,  কেমনে থাকবি মা একা একা।  যেইখানে নাই তোর খোকা  আদরের তিন কন্যা। । মা ও মা, মাগো পারবি কি তাদের ছেড়ে  পারবি একা একা থাকতে।  বল না মা পারবি।   Today  Time : 10:00 pm