বাকের ভাই... আজ আর বিরহের কোন গল্প বলবো না আপনাকে , আজ বলবো এই শহরে নিম্ন মানের কিছু বাস্তবতা নিয়ে। জানেন বাকের ভাই, রোজ রাতে এই শহরের ফুটপাতে কিছু মানুষ দেখা যায়! ছালার বস্তায় নিজেকে মুড়ে কোন ভাবে রাতের আধার থেকে নিজেকে রক্ষা করে, দিনের আলো ফুটবার সাথে সাথে তারা অদৃশ্য হয়ে যায়। এরা এই শহরে গৃহহীন মানুষ এদের কোন স্থায়ী ঠিকানা নেই।।। আরো কিছু দূর হেটে যাবার পর দেখা যায়, কিছু মানুষ গোল হয়ে বসে তামাকে আগুন ধরাচ্ছে, মাঝে মাঝে এদিও ওদিক তাকিয়ে দেখছে কেউ তাদের লক্ষ করছে কিনা, কিছু ক্ষন পর তারা সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হলো। এরা হলো এই সমাজের মাদকাসক্ত যুব সমাজ, এদের কোন ভবিষ্যত নেই, এরা ফসলের জমিতে জন্মানো আগাছার মতো।। বাকের আরো কিছু দূর গেলে দেখবেন, কিছু মানুষ রাস্তায় ঘাপটি মেরে বসে আছে সুযোগের সন্ধানে, একটু বেখেয়ালী হলেই তারা ছুরি বসিয়ে দেবে আপনার বুকে, সামান্য হাত কাঁপবেনা ওদের, অর্থের জন্য ওরা এই রাতের শহরে ছিনতাই কারীর বেশ ধরেছে। আরও কিছু দূর রাস্তার মোড়ে দেখ...