সরল মনে আগুন জ্বালিয়ে চলেছো তুমি নব বধূ বেশে, সুখের পালকিতে নতুন বউয়ের সাজে । তোমার চোখে-মুখে হাসির রেখা, আমার চোখে-মুখে কান্নার রেখা, হৃদয় ভাঙার অসহ্য যন্ত্রণা। যে প্রেম আর যে ভালোবাসায় বেঁধেছিলে, জন্ম জন্মান্তরে তুমি আজ সেই প্রেমে আমি মরেছি, তুমি আনন্দ উল্লাসে মেতেছো। 9.1.25 10:52pm এসএম. মুক্তার সরকার