Skip to main content

Posts

Showing posts from January 10, 2022

নারী তুমি বহুরূপী - মুক্তারুল ইসলাম মুক্তার

 নারী তুমি বহুরূপী মুক্তারুল ইসলাম মুক্তার  2022.01.10 8:30am কখনো তুমি মা  আবার কখনো তুমি বোন।  কখনো তুমি স্ত্রী  আবার কখনো তুমি মেয়ে।  নারী তুমি বহুরূপী  নানান জায়গায়,  নানান রকম সম্পর্ক। নারী তোমার,  এই বহুরূপী সম্পর্ক  আমার মনে জাগায়  এক সংশয় ।  ওহে নারী, তোমাকে নিয়ে যত  দিদ্ধা দন্ড আমার।  নারী.......... আমি চেতনায় বিশ্বাসী  হয়ে যায় উদাসীন, তোমাতেই থাকি বিভোর।  Follow us Facebook Muktarul Islam Muktar  

শ্যামা সুন্দরী চতুর্থ পর্ব কলমে মুক্তারুল ইসলাম মুক্তার

  শ্যামা সুন্দরী                চতুর্থ পর্ব  কলমে মুক্তারুল ইসলাম মুক্তার  2021.11.04 8:49pm নিত্যি নিত্যি উদয়রে সূর্য, ঐ না পশ্চিম আকাশে; আজ কেন উদয়রে সূর্য, ঐ না  নদীর কুলে; প্রাণ জুড়াইছে তোমায় দেইখারে। " আখি তার খুব কাছের দুই বান্ধবীকে সাথে নিয়ে ঘুরতে বেড়িয়াছে বন্যার পানি দেখার জন্য। আখির পড়নে কালো জামার ওপড়ে কোটি পড়ানো। হালকা সাজ গোছে অনেক সুন্দর দেখাচ্ছিল। ওরা তিন বান্ধুবী রাস্তা দিয়ে হাটছিল, পথিমধ্যে ওদের সাথে আমার দেখা হয়েছিল। আমাকে দেখেই সে ফ্যাল ফ্যাল করে হেসে দিল। আর মনে মনে কিছু একটা বলছিল। ততক্ষণে আমার আর কিছু বুঝতে বাকি রইলো না। সে একটু ছোট করে, মিষ্টি সুরে বললো আই লাভ ইউ। আহ! এই ছোট কথাটি শোনার পর আমার যেন কেমন লেগেছিল তা বলে বোঝানোর ভাষা আমার জানা নাই। এই কথা তার মুখ থেকে শুনার অপেক্ষায় ছিলাম আমি। আখির বান্ধবি গুলো অনেক ভালো। তারা তেমন কিছু জিজ্ঞাসা না করে, শুধু জানতে চাইল আমার নাম কি? আমি বলে দিলাম যে, আমার নাম মুক্তার। তার পর ওদের সাথে পরিচয় হলাম, নাম জানলাম, কে কি করে অর্থাৎ সব জানলাম। তাদের সাথে কথা বলে আমার ...