Skip to main content

Posts

Showing posts from November 11, 2021

শ্যামা সুন্দরী পর্ব 2য় - মুকতারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব-2 2.11.2021 9:30am নরম তুল তুলে। তোমার মুখের হাসিতে যেন মধু মাখা। এ হাসি যতই দেখি ততই মধুর লাগে।  " হাসিতে হাসিতে তুমি আমায় করেছ কি যাদু, ঐ হাসি কিছুতেই নাহি ভুলি ।  কেশরের মতো দন্ত তোমার, হাসিলে লাগে অনেক ভালো।  এতো হাসি কোথায় পাও আমায় দেখিয়া।  আমিও হাসিতে চাই তোমার মত, আমায় দিও এক মুষ্ঠি। হাসিটুকু দিও আর ভালবাসা টুকু নিও।" সত্যিই তোমার হাসি অনেক সুন্দর। হাসির চেয়েও বেশী সুন্দর দাঁত গুলো। কেশরের মতো দাঁত গুলো মনে হয় কোন স্বচ্ছ আয়না, যে কেউ তোমার সামনে দাঁড়ালে তার প্রতিছবি দেখা যাবে। তোমার পায়ের নুপুরের আওয়াজ কোন ভাবেই যেন ঘুমাতে দেয় না আমায়।  "বালিকা তোমার হাসিতে আমি যায় যে হারিয়ে অজানা এক শহরে। বালিকা তুমি করনা এমন কোন ভুল, সাবধানে থেক কেউ যেন না খেয়ে যায় তোমার ফুলের মধু। বালিকা তুমি ঝিলের মাঝে ফুটে থাকা,  হাজার ফুলের মধ্যে একটি পদ্মফুল। সবাই তোমাকে কাছে পেতে চাইবে, ছুড়ে মারবে কতো ঠিল। তুমি ভেঙ্গে পড় না কোন অশুভ দৃষ্টিতে, মনে রেখ বল। বালিকা কেউ যেন তোমায়; ছুইতে  না পারে সাবধানে চলো পথ। পথের মোড়ে, চায়ের দোকানে শুধু বখাট...