।।।।।।।।।।।।।।।।।।।।।। আর চালাব না ফেসবুক যদি না পাই বন্ধুর ম্যাসেজ যার পৃরিতে আগুন জ্বলে রিদয়ে আমার। সময় গেল হেলায় হেলায় এই না চলে ফেসবুক বন্ধু কবে হবি আমার মন যে পথ ও চাই। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর ফেসবুকে করছে খেলা ব্লক দিছে ম্যাসেনজারে। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার ম্যাসেজ খানি একটু আমি চাই । ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। আর যাব না বকুল তলা যদি না পাই বন্ধুর দেখা তার পৃরিতে অনল জ্বলে এই না অন্তরায় সময় গেল হেলায় হেলায় ঐ না বসে বকুল তলায় বন্ধ কবে হবি রে আমার মন যে পথ ও চায়।।।। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর করছে খেলা এই না অন্তরায়। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার পরশ খানি একটু আমি চাই । MD. Muktarul Islam Muktar #MuktarulIslam23 #MsMusicTv