💝💝💝💝ভালো থেকো, ভালবাসা💝💝💝..... 👉👉👉👉👉👉👉👉পর্ব ১👈👈👈👈👈👈👈 অনেক সেজেগুজে বাসর ঘরে বসে আছি, কিন্তু আমার বরের কোনো খবর নাই। এ ছেলে নির্ঘাত আনরোমান্টিক হবে। ............ যাহোক উনি অবশেষে আসলেন। এসে ঘরে ঢুকেই বলল - "আমি কারো সাথে বিছানা ভাগ করে ঘুমাতে পারব না।" আমি তো আর অবুঝ নই ; না বলা কথাটুকু ঠিকই বুঝে গিয়েছি। বিছানা থেকে নেমে সালাম করে আবারও সেই বিছানাতেই বসেছি। উনি মনে হয় এরকমটা আশা করেন নি। এজন্যই হয়তো ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন "কথা কানে যায় নি??" আমি হাই তুলতে তুলতে বললাম, -"কানে গিয়েছে তো, আপনি এক কাজ করুন.. নিচে শুয়ে ঘুমিয়ে পরুন। আমি বিছানা পেতে দিচ্ছি।" উনি আমার আস্পর্ধা দেখে বিরবির করে কি যেন বললেন, স্পষ্ট শুনতে পাই নি। উনি মনে হয় রেগে আছে খুব। রেগে থাকারই তো কথা। উনার জায়গায় আমি হলে হয়তো বিয়েটাই ভেঙে দিতাম। বিয়ের আগে যদি কোনো মেয়ে তার হবু বরকে বলে যে, "আপনি কি জন্ম থেকেই হাফ কানা?" তাহলে তো রাগ হবেই। ব্যাপারটা খুলেই বলি.... উনি, উনার বাবা, মা ভাই আর বোন গিয়েছিল আমাকে দেখতে। দেখাদেখির এক পর্যায়ে আমাকে আর ...