Skip to main content

Posts

Showing posts from December 19, 2024

এমন করে থাকো কেন? - এস এম তানযিলা

এমন করে থাক কেন?  এস এম তানযিলা এমন করে থাকো কেন?  বলো না কেন কথা?  ইচ্ছে কি করে না তোমার,  বলতে কভু কথা।  আমার তো ইচ্ছা করে,  তোমার হাতে হাতটা রেখে,  পথ চলি একসাথে।  আমার তো ইচ্ছা করে, দু'জন  বসে নদীর তীরে  গল্প করবো আপন মনে । দেখবো দু'জন ঊর্মিমালা,  রংধনুর সাত রংয়ে, রাঙাতে চাই তোমাকে।  10.08.23 4.03pm  

একটা মানুষ খুঁজেছিলাম - এস এম মুক্তার সরকার

একটা মানুষ খুঁজেছিলাম এস এম মুক্তার সরকার  আমি একটা মানুষ খুঁজেছিলাম এই চেনা শহরে,  মনের মানুষ কিংবা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছিলাম।  এই গ্রাম, ঐ গ্রাম, এই শহরে, ঐ শহর খুঁজেছি কোথাও রাখি নাই বাদ,  খুঁজিনি এমন কোন জায়গায়, খুঁজেছি জীবনের তেইশটি বছর। আজো পাইনি আমি আপনরে,  যে কিনা বাসিবে ভালো মৃত্যুরও পরে।  27 July 2023 8.51pm

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না।