একটা মানুষ খুঁজেছিলাম এস এম মুক্তার সরকার আমি একটা মানুষ খুঁজেছিলাম এই চেনা শহরে, মনের মানুষ কিংবা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছিলাম। এই গ্রাম, ঐ গ্রাম, এই শহরে, ঐ শহর খুঁজেছি কোথাও রাখি নাই বাদ, খুঁজিনি এমন কোন জায়গায়, খুঁজেছি জীবনের তেইশটি বছর। আজো পাইনি আমি আপনরে, যে কিনা বাসিবে ভালো মৃত্যুরও পরে। 27 July 2023 8.51pm