এমন করে থাক কেন? এস এম তানযিলা এমন করে থাকো কেন? বলো না কেন কথা? ইচ্ছে কি করে না তোমার, বলতে কভু কথা। আমার তো ইচ্ছা করে, তোমার হাতে হাতটা রেখে, পথ চলি একসাথে। আমার তো ইচ্ছা করে, দু'জন বসে নদীর তীরে গল্প করবো আপন মনে । দেখবো দু'জন ঊর্মিমালা, রংধনুর সাত রংয়ে, রাঙাতে চাই তোমাকে। 10.08.23 4.03pm