যৌতুক প্রথা মূক্তারুল ইসলাম মুক্তার সময় : 10:25pm তারিখ: 17/12/2021 পৃথিবীতে ভালবাসার কোন মূল্য নেই। টাকায় কেনা যায় ভালোবাসা। থাকে যদি পকেটে লাখ লাখ টাকা। বুঝে না তারা ভালো কি মন্দ। ভালোবাসা করে বিক্রি, বাজারের সদাই ভেবে। বিবেকহীন মনুষ্য জাতি, করে না কোন দিক-বিবেচনা। পাইলে টাকা........ বিক্রি করতে পারে ইজ্জত, ঘৃণা করে না তারা। সমাজে প্রচলিত প্রথা, চলছে যৌতুকের ধামাধরা। ছেলেরা বাজারের পশু, মেয়েরা ক্রেতা। লাখ টাকা দিয়ে কিনে, ছিনিয়ে নিতে ভালবাসা। রক্ত চোষা চুষিয়ে খাচ্ছে, মেয়ের বাবার টাকা। মনে কি জাগে না, একবারও ভালোবাসার কথা। থাকতো যদি রিদয়ে তোমার, সত্যি কারের ভালোবাসা। তাহলে কখনো প্রচলিত প্রথায়, বিক্রি করতে না তোমার ইজ্জত।