Skip to main content

Posts

Showing posts from December, 2020

ঘন্টা - Ghonta writer by Muktarul Islam Muktar

ঘন্টা  মুক্তারুল ইসলাম মুক্তার দিন দিন বিষন্ন হয়তাছি খক্ষে খক্ষে বেজে ওঠে, অন্তরে আমার জাগে আপনজন হারানো ভয় হারাবো আজ সবি। মৃত্যু এসে ঘন্টা বাজায় প্রতিদিন আসিয়া দুয়ারে, স্মরণ করিয়া যাই আমায়। হাজার আনন্দের মাঝে থেকেও যেন আমি ভূগেছি এক শূন্যতায় । আখি ভরা জল, করছিল ছল ছল তবুও লিখেছি তোমার নাম, হ্নদয়ে আমার। মৃত্যুর মতো হয়ে আসো তুমি হ্নদয়ে আমার ঘন্টা বাজিয়ে স্নরন করিও যাও আমায়। Read More  #MuktarulIslam23   # MuktarulIslam32

আমি হব তোমার - Ami Hobo Tomar

আমি হব তোমার মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি বিশ্বাস করো আমি হব না অন্য কারো। আমি হব তোমার শুধুই তোমার। লাল শাড়ি আর মেহেদী হাতে নতুন বউয়ের সাজে, পালকিতে চড়ে যাব আমি তোমার বাড়ি। দেখবে তুমি অবাক হয়ে ঘুমটা দিয়ে থাকব বসে। ছুয়তে আসবে যখন মজা দেখাব তোমায় বাসর ঘরে তখন। থাকবে না তোমার বন্ধু বান্ধব থাকবে না তো কেউ থাকবো শুধু আমি আর তুমি। খেলবো পাশা করবো আলাপ গল্প করে রাত কাটিয়ে ভোর যে আনব ডেকে। Date : 22.06.2020 Time: 12:30pm #MuktarulIslam23   #MuktarulIslam #MuktarulIslam32   #MSMusicTv

স্বপ্ন দেখি - Sopno Deakhi

স্বপ্ন দেখি মুক্তারুল ইসলাম মুক্তার স্বপ্ন দেখি অনেক বড় আছি তো অনেক ছোট। হতে চাই আমি নজরুল , রবিন্দ্রনাথের মতো বিশ্ব কবি। আমি হতে চাই না রাজনীতিবিদ। তাই তো লিখি সর্বদা, কাব্যে প্রকাশ করি মনের ভাব । #muktarulislam32 # MuktarulIslam23 #Poem  

পথ হারা পথিক - Poth Hara Pothik 2021

  পথ হারা পথিক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি পথ হারা পথিক,  পাই না খুঁজে কোনো আলোর পথ, যেই পথে চলবে জীবন মোর । আমি ছদ্মবেশী পথিক হয়ে, খুঁজি সদা সত্যের পথ।। যেই পথে আছে মোর জীবন গাঁথা, দেখায় সর্বদাই  আলোর পথ। মুক্ত করে অন্ধ থেকে,  আলো দেখায় সর্বকালের।  আমি খুঁজে ফিরি সেই পথ, যেই পথে থাকব চিরকাল অমলিন।  যেই পথে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার।  যেই পথে আছে শুধু স্নেহ-ভালোবাসা , মায়া আর মমতা।  আমি খুঁজি সেই পথ, কোথায় গেলে পাওয়া যায় এমন? আমি খুঁজেছি দেশ হতে দেশান্তরে , কোথাও মেলেনি,   আজ ও খুঁজে পাইনি, এমন কোনো পথ।  তাইতো মনে মনে প্রতিজ্ঞা করি,   থাকব না আর লোকালয়ে,  চলে যাব গহীন জঙ্গলে। খোদার প্রেমে থাকিব মগ্ন, গহিন অরণ্যে।  আমি খুঁজে ফিরি আসনে,  খোদারি স্মরণে।  সমাজ সংসার ত্যাগে নয় ইবাদত-বন্দেগী, পরিবার পরিজন ছেড়ে । Time : 12:00 am   #MuktarulIslam23 #muktarulislam32 #poem  Like & follow 

Kobir Kabbe tumi - কবির কাব্যে তুমি

 কবির কাব্যে  তুমি   মুক্তারুল ইসলাম মুক্তার  অনুভবে তুমি আছো  স্মৃতি হয়ে মনের মাঝে । কবির কবিতার কাব্যে তুমি আছো , কবির প্রেমিকা হয়ে  । তাইতো কবি খুঁজে ফেরে  লিখে প্রকাশ করে কাব্যে।  পাওয়া না পাওয়ার যত কথা  সবি তো তোমার নামে লেখা ।