পরিচিতি
মো: মুক্তারুল ইসলাম মুক্তার সরকার । জন্ম ২০০০ সালের ১২ ই মার্চ এবং বাংলা ১৪০৬ সালের ২৯ শে ফাল্গুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে সবার ছোট এবং সবার আদরের।
শিক্ষাগত যোগ্যতা :
বি.এ অনার্স (বাংলা) সম্পূর্ণ করেন পলাশবাড়ী সরকারি কলেজ থেকে। বর্তমানে এম.এ মাস্টার্স (বাংলা) অধ্যয়নরত সরকারি আজিজুল হক কলেজ ।
লেখালেখি :
মাসিক সাহিত্য লিপি থেকে প্রথম যৌথ কবিতা প্রকাশিত হয় "বর্ষাকাল"।
মাসিক সময়ের সুর থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “সুখের খোঁজে” অন্তরীক্ষে দহন, “পথ হারা পথিক” সত্যের পথে, "সেই স্মৃতি মনে পড়ে" সন্তান আমার চোখের মনি, "স্মার্টফোন" কোথাও কেউ নেই, "নীড়ে ফেড়া পাখি" পাষাণ সমাজ কবিতার বইয়ে।
ডাক বাংলা সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “মা তোমার বউমা” মাগো জন্ম আমার তোমার কোলে কবিতার বইয়ে।
স্বরবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “ কোথায় তোমার সেই স্বাধীনতা ” রণতন্ত্র কবিতার বইয়ে।
পুরস্কার :
ডাক বাংলা সাহিত্য একাডেমিক ও মাসিক সময়ের সুর থেকে সনদ প্রাপ্ত। মাসিক সময়ের সুর থেকে সেরা কবি নির্বাচিত হওয়ায় ২০২১ এ ক্রেষ্ট প্রদান করা হয়।
ছোটবেলা থেকেই লেখালেখি শুরু হয় কখনো গান, আবার কখনো কবিতা, আবার কখনো গল্প। তার লেখা অনেক গল্প, কবিতা ও গান আছে।
একক কাব্যগ্রন্থ শ্যাম বালিকা যা প্রকাশিত হ ওয়ার কথা ছিল 2021 সালে কিন্তু প্রকাশকের সমস্যার জন্য এখন পর্যন্ত তা প্রকাশ করা সম্ভব হয়নি।
ফেসবুক: www.facebook.com/OfficialMuktarulIslam
ই-মেইল: muktarulislam1234@gmail
মোবাইল:
Comments
https://facebook.com/MSMusicTv