Skip to main content

Who I am? আমি কে?

পরিচিতি 

মো: মুক্তারুল ইসলাম মুক্তার সরকার । জন্ম ২০০০ সালের ১২ ই মার্চ এবং বাংলা ১৪০৬ সালের ২৯ শে ফাল্গুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে সবার ছোট এবং সবার আদরের। 

শিক্ষাগত যোগ্যতা :

বি.এ অনার্স (বাংলা) সম্পূর্ণ করেন পলাশবাড়ী সরকারি কলেজ থেকে। বর্তমানে এম.এ মাস্টার্স (বাংলা) অধ্যয়নরত সরকারি আজিজুল হক কলেজ । 

লেখালেখি :

মাসিক সাহিত্য লিপি থেকে প্রথম যৌথ কবিতা প্রকাশিত হয় "বর্ষাকাল"। 

মাসিক সময়ের সুর থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “সুখের খোঁজে” অন্তরীক্ষে দহন, “পথ হারা পথিক” সত্যের পথে, "সেই স্মৃতি মনে পড়ে" সন্তান আমার চোখের মনি, "স্মার্টফোন" কোথাও কেউ নেই, "নীড়ে ফেড়া পাখি" পাষাণ সমাজ কবিতার বইয়ে। 

ডাক বাংলা সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “মা তোমার বউমা” মাগো জন্ম আমার তোমার কোলে কবিতার বইয়ে। 

স্বরবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত হয় যৌথ কবিতা “ কোথায় তোমার সেই স্বাধীনতা ” রণতন্ত্র কবিতার বইয়ে।

পুরস্কার :

ডাক বাংলা সাহিত্য একাডেমিক ও মাসিক সময়ের সুর থেকে সনদ প্রাপ্ত। মাসিক সময়ের সুর থেকে সেরা কবি নির্বাচিত হওয়ায় ২০২১ এ ক্রেষ্ট প্রদান করা হয়।

ছোটবেলা থেকেই লেখালেখি শুরু হয় কখনো গান, আবার কখনো কবিতা, আবার কখনো গল্প। তার লেখা অনেক গল্প, কবিতা ও গান আছে। 

একক কাব্যগ্রন্থ শ্যাম বালিকা যা প্রকাশিত হ ওয়ার কথা ছিল 2021 সালে কিন্তু প্রকাশকের সমস্যার জন্য এখন পর্যন্ত তা প্রকাশ করা সম্ভব হয়নি। 


ফেসবুক: www.facebook.com/OfficialMuktarulIslam 
ই-মেইল: muktarulislam1234@gmail 
মোবাইল: 

Follow my Facebook 

Muktarul Islam






Comments

MS Music Tv said…
Great information. Thanks for sharing.

https://facebook.com/MSMusicTv

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।