ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,
দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।
ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?
দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়।
আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,
কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,
মনের মাঝে তোমার ছবি।
সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,
তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি,
লিখি তোমার নামে কবিতা।
18.09.24 10.14pm
Comments