Skip to main content

Posts

Showing posts from 2021

শ্যামা সুন্দরী-পর্ব-৩য়-কলমে-মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব ৩য় কলমে মূক্তারুল ইসলাম মুক্তার  03.11.2021 10:42 pm "দীঘল কালো লম্বা চুল গুলো,  যখন তুমি হাওয়াই উড়াও তখন লাগে অনেক সুন্দর।  কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।" "ঠোঁট দুটি তার কমলা লেবু, যেন রসে ভরা। দুই কানে দুই রিং ঝুলানো, নাকটা বাসির মতো। ইচ্ছে করে এই মেয়েকে বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।" এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো।  যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না দেখে কোন

শিরোনাম : ভালবাসা পবিত্র কলমে Muktarul Islam Muktar Sorkar

 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar ভালোবাসা মানে যদি হয় ছুঁয়ে দেখা, তাহলে সেটা কখনো ভালবাসা নয়।  হতে পারে সে কোন মানুষ,  নামের জানোয়ার কিংবা হিংস্র প্রাণী।  ভালোবাসা হয় পবিত্র;  যদি তাতে না হয় ভক্ষণ।  ভালোবাসার নামে যেন হয় না, কোন মেয়ে অপহরণ।  ধুলায় মিশে যায় না যেন , কোন মেয়ের ইজ্জত।  তবেই ভালবাসা হবে পবিত্র, এই ত্রিভুবনে।  Time: 10:09 pm Date :12/12/2021 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar

যৌতুক প্রথা - মূক্তারুল ইসলাম মুক্তার

  যৌতুক প্রথা  মূক্তারুল ইসলাম মুক্তার  সময় : 10:25pm তারিখ: 17/12/2021 পৃথিবীতে ভালবাসার কোন মূল্য নেই।  টাকায় কেনা যায় ভালোবাসা।  থাকে যদি পকেটে লাখ লাখ টাকা।  বুঝে না তারা ভালো কি মন্দ।  ভালোবাসা করে বিক্রি, বাজারের সদাই ভেবে।  বিবেকহীন মনুষ্য জাতি, করে না কোন দিক-বিবেচনা।  পাইলে টাকা........ বিক্রি করতে পারে ইজ্জত, ঘৃণা করে না তারা।  সমাজে প্রচলিত প্রথা,   চলছে যৌতুকের ধামাধরা।  ছেলেরা বাজারের পশু,   মেয়েরা ক্রেতা।  লাখ টাকা দিয়ে কিনে,  ছিনিয়ে নিতে ভালবাসা।  রক্ত চোষা চুষিয়ে খাচ্ছে,  মেয়ের বাবার টাকা।  মনে কি জাগে না, একবারও ভালোবাসার কথা। থাকতো যদি রিদয়ে তোমার, সত্যি কারের ভালোবাসা।  তাহলে কখনো প্রচলিত প্রথায়, বিক্রি করতে না তোমার ইজ্জত।

অসহায় গরীব - মুক্তারুল ইসলাম মুক্তার

অসহায় গরীব  মুক্তারুল ইসলাম মুক্তার  রচনার সময় : 9:27pm Date : 2021-11-15 দিনে আনি দিনে খায়,,      ছটাক খানি তেল কিনে  সংসার চালায়।  ছোট সংসার মোর,      আয় নেই বেশী,  কেমন করে আনব কিনে       বাজার থেকে, সয়াবিনের লিটারি বোতল।  পরিবারে তেমন কেউ নেই,  রোজগার করার মতো।   স্ত্রী আর আমি।       ছোট দুইটি সন্তান, বৃদ্ধ বাবা মা,       বয়স হয়েছে অনেক । সামান্য আয়ে কোন মতে,       চলে মোদের মতো,  অসহায় গরিবের সংসার।  যেই ভাবে বেড়ে যাচ্ছে,       নৃত্য দিনের দ্রব্য সামগ্রীর  দাম।  এভাবেই বাড়তে থাকলে        না খেয়ে মরতে অসহায় মানুষদের।  ভেজাল প্রতিরোধ, দাম তদারকি এবং ভিটামিন সংযোজন নিশ্চিত করতে আগামী বছরের মার্চ মাস থেকে দেশের বাজারে খোলা সয়াবিন,পাম, সুপারপাম তেল বিক্রি বন্ধ হতে যাচ্ছে। সূত্র : Independent News  দেশের সরকারের নেতা কর্মীদের মাঝে ভেজাল  এটা ঠিক না করে তেলের ভেজাল দূর করা কতটা যৌক্তিক মনে হতে পারে?  ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।।।।

একটা মিসেস চাই - মুক্তারুল ইসলাম মুক্তার

 একটা মিসেস চাই  মুক্তারুল ইসলাম মুক্তার  21.11.22 9:58pm আমার একটা মিসেস দরকার,  অতি জরুরী ভিত্তিতে প্রয়োজন।  কেউ কি আমাকে খুঁজে দেবে, মনের মতো মিসেস।  যার ইচ্ছা হবে আমার ইচ্ছার মতো।  যার চাওয়া পাওয়া হব, শুধুই আমি। সুখে দুঃখে থাকবো দু'জন  পাশাপাশি।   তোমরা কি কেউ দিতে পারো আমায়,  এমন মেয়ের খোঁজ।  যার মনটা হবে মমের মতো সাদা।  রিদয়টা হবে নরম কাঁদার মতো।  এমন মনের মিসেস, আমার খুবই প্রয়োজন।  কেউ কি আছো, দিবে আমায় একটু খোঁজ,  ছবি কালেক্ট  #poemblogstorywriter #MuktarulIslam23 #Muktarul_Islam

শ্যামা সুন্দরী পর্ব 2য় - মুকতারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব-2 2.11.2021 9:30am নরম তুল তুলে। তোমার মুখের হাসিতে যেন মধু মাখা। এ হাসি যতই দেখি ততই মধুর লাগে।  " হাসিতে হাসিতে তুমি আমায় করেছ কি যাদু, ঐ হাসি কিছুতেই নাহি ভুলি ।  কেশরের মতো দন্ত তোমার, হাসিলে লাগে অনেক ভালো।  এতো হাসি কোথায় পাও আমায় দেখিয়া।  আমিও হাসিতে চাই তোমার মত, আমায় দিও এক মুষ্ঠি। হাসিটুকু দিও আর ভালবাসা টুকু নিও।" সত্যিই তোমার হাসি অনেক সুন্দর। হাসির চেয়েও বেশী সুন্দর দাঁত গুলো। কেশরের মতো দাঁত গুলো মনে হয় কোন স্বচ্ছ আয়না, যে কেউ তোমার সামনে দাঁড়ালে তার প্রতিছবি দেখা যাবে। তোমার পায়ের নুপুরের আওয়াজ কোন ভাবেই যেন ঘুমাতে দেয় না আমায়।  "বালিকা তোমার হাসিতে আমি যায় যে হারিয়ে অজানা এক শহরে। বালিকা তুমি করনা এমন কোন ভুল, সাবধানে থেক কেউ যেন না খেয়ে যায় তোমার ফুলের মধু। বালিকা তুমি ঝিলের মাঝে ফুটে থাকা,  হাজার ফুলের মধ্যে একটি পদ্মফুল। সবাই তোমাকে কাছে পেতে চাইবে, ছুড়ে মারবে কতো ঠিল। তুমি ভেঙ্গে পড় না কোন অশুভ দৃষ্টিতে, মনে রেখ বল। বালিকা কেউ যেন তোমায়; ছুইতে  না পারে সাবধানে চলো পথ। পথের মোড়ে, চায়ের দোকানে শুধু বখাটের দল। ভুলেও তুমি বাড়িও না তো

ভালো থেকো, ভালবাসা

 💝💝💝ভালো থেকো, ভালবাসা💝💝💝                                             পর্ব 2  সেদিন আমরা পাশাপাশি শুয়ে রাত কাটালেও মাঝখানে ছিলো বাহ্যিকভাবে একহাত দূরত্ব আর মনের দিক থেকে কতটা দূরত্ব ছিলো সেটা না হয় নাই বা বললাম.. আমাদের বিবাহিত জীবনের বেশ কয়েক মাস কেটে গেছে.... সময়ের সাথে সাথে আমার আর শুভ্রর মানসিক দূরত্বটা কমে গিয়েছে। এতে অবশ্য আমার শাশুরী আর ননদের বিশেষ ভূমিকা আছে। এ দুজন মিলে আমাকে শুভ্রর পছন্দ অপছন্দের তালিম দিয়ে ওর মন জয় করতে সাহায্য করেছে। এতদিনে শুভ্র বুঝে গেছে যে আমি দুষ্টামী মাখা কথা এমনিই বলি, কোনো কুটিল উদ্দেশ্য নিয়ে নয়। আমার আম্মু আমাকে একদিন বলেছিল যে, স্বামীর সাথে যতই মনোমালিন্য হোক না কেন, পরস্পরের বিছানা যেন আলাদা না হয়। কারন, বিছানা আলাদা হওয়াটাই নাকি সংসার ভাঙার সূত্রপাত ঘটায়। আম্মুর এ কথাটা আমি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। এখন পর্যন্ত শুভ্রর সাথে অনেকবারই ঝগড়া হয়েছে, কিন্তু দিনশেষে দুজন পাশাপাশি বালিশে মাথা ঠেকিয়েই রাত কাটিয়েছি। বিয়ের আগে বাস্তবিক কারো সাথে প্রেম করা হয় নি আমার, তবে কল্পনায় একজন ছিলো। শুভ্রর সাথে তার অনেকটাই মিল আছে, আবার অনেকটা অমিলও আছে। কি

শ্যামা সুন্দরী- মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী মুক্তারুল ইসলাম মুক্তার প্রথম পর্ব Time:10:40pm Date:01.11.2021 আমি এমন একজন যার বেড়ে ওটা  অন্য দশ জন ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। অতিসাধারন ভাবে বড় হয়েছি আমি । আমরা যে সময়ে বড় হয়েছি তখন স্টাইল বলতে তেমন কিছু ছিল না। সবাই খুব সাদা সিধে জীবন যাপন করতো। তখন দশ টাকায় যেন অনেক টাকা। ঠিক এমন একটা সময়ে আমরা বড় হয়েছি।  আমি স্কুলে পড়তাম তখন মোবাইল ফোন ছিল না। কতিপয় কয়েক জনের হাতে ছিল।  এখন তো ছোট বাচ্ছাদের হাতেও টার্চ ফোন। ভাবতেই অবাক লাগে আমার, আমাদের সময়ের কথা মনে হলে।  আমি যখন স্কুলে যাইতাম মাঝে মধ্যে একটা মেয়েকে দেখতাম । আর মনে মনে ভাবতাম, মনে সে আমার খুব কাছের একজন হবে, আসলে তা না। তাকে নিয়ে আমি মাঝে মাঝে ভাবতাম।  আমি তো কখনোই বুঝতাম না যে ভালবাসা টা কি জিনিস । এখন তো আট নয় বছরের ছেলে মেয়েরাও প্রেম করে। যদিও আমি তখন বড় ছিলাম, কিন্তু সে ছিল পিচ্ছি একটা মেয়ে। মনে হয় সে ৬ষ্ঠ কিংবা ৭ম শ্রেণীতে পড়ে। আর তখন আমি দশম শ্রেণীতে পড়ি। প্রতিদিন তার সাথে আমার দেখা হতো। আমি তাকে দেখার পর যেন অন্য কাউকে আর দেখতে ইচ্ছে হতো না, শুধু ওর দিকেই চেয়ে থাকতাম । যতক্ষন না সে আমার চোখের আড়াল হয়। আমি

মনে পড়ে-Muktarul Islam Muktar

মনে পড়ে মুক্তারুল ইসলাম মুক্তার নিঝুম এই জোসনার রাতে যদি মনে পড়ে আমাকে। ভেবো না আমি আছি তোমার কাছ থেকে দূরে। পড়ে নিও তুমি আমার লেখা কবিতা। ভাল লাগার কিছু চেতনা লিখবো তোমার জন্য। যদি তুমি কখনো হারিয়ে যাও-মন খারাপের দেশে। পড়ে নিও তুমি আমার লেখা রুপ কথার গল্প-কবিতা। Time: 7: 54 am Date : 21.08.2020 #MuktarulIslam23 #PoemBlogStoryWriter #muktar   আরও কবিতা ও গল্প পড়তে এই লিঙ্কে ক্লিক করেন। https://facebook.com/MuktarulIslam23

স্মার্টফোন মুক্তারুল ইসলাম মুক্তার

স্মার্টফোন মুক্তারুল ইসলাম মুক্তার আজকাল আর হয়না কথা মুঠো ফোনে। চিঠি! সেতো অনেক আগের কথা, এখন আর নেই বললেই চলে। কি এক নতুন যুগরে বাবা! দেখলে বিশ্বাসই হয়না, মনে হয় যেন সামনাসামনি, বসে  দুজন গল্প করছি। সে যখন দিলো আমায় ভিডিও কল, মনে হলো, সে চলে এলো বুঝি। এবার তারে একটু ছুইয়ে, দেখতে চাইল আমার মন। কিন্তু না, কিছুতেই আমি পারছি না। মাঝখানে এক কাঁচের দেয়াল আমায় বিরক্ত করে অতি বেশী, স্পর্শ যেন করতেই দেয় না আমার প্রিয় নন্দীনিকে। আহ! কি এক অদ্ভূদ কান্ড, আমি যতবারই তারে স্পর্শ করার চেষ্টা করেছি, সে ততবারই আমাকে বাধা দিয়েছে। রাগের মাথায় হঠাৎ করে, বুদ্ধি এলো মাথায়। সে তো আছে অনেক দূরে, আমার কাছে তো নয়। আমি যেন তারে দেখেই পাগল হয়েছি, ভূলেই গেছি সে যে নেই আমার কাছে। #MuktarulIslam23 #poemblogstorywriter #Muktarul_Islam #poem #muktar #poetry Follow us on Facebook https://facebook.com/MuktarulIslam23

ভালো থেকো, ভালবাসা

 💝💝💝💝ভালো থেকো, ভালবাসা💝💝💝.....          👉👉👉👉👉👉👉👉পর্ব ১👈👈👈👈👈👈👈 অনেক সেজেগুজে বাসর ঘরে বসে আছি, কিন্তু আমার বরের কোনো খবর নাই। এ ছেলে নির্ঘাত আনরোমান্টিক হবে। ............ যাহোক উনি অবশেষে আসলেন। এসে ঘরে ঢুকেই বলল - "আমি কারো সাথে বিছানা ভাগ করে ঘুমাতে পারব না।" আমি তো আর অবুঝ নই ; না বলা কথাটুকু ঠিকই বুঝে গিয়েছি। বিছানা থেকে নেমে সালাম করে আবারও সেই বিছানাতেই বসেছি। উনি মনে হয় এরকমটা আশা করেন নি। এজন্যই হয়তো ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন "কথা কানে যায় নি??" আমি হাই তুলতে তুলতে বললাম, -"কানে গিয়েছে তো, আপনি এক কাজ করুন.. নিচে শুয়ে ঘুমিয়ে পরুন। আমি বিছানা পেতে দিচ্ছি।" উনি আমার আস্পর্ধা দেখে বিরবির করে কি যেন বললেন, স্পষ্ট শুনতে পাই নি। উনি মনে হয় রেগে আছে খুব। রেগে থাকারই তো কথা। উনার জায়গায় আমি হলে হয়তো বিয়েটাই ভেঙে দিতাম। বিয়ের আগে যদি কোনো মেয়ে তার হবু বরকে বলে যে, "আপনি কি জন্ম থেকেই হাফ কানা?" তাহলে তো রাগ হবেই। ব্যাপারটা খুলেই বলি.... উনি, উনার বাবা, মা ভাই আর বোন গিয়েছিল আমাকে দেখতে। দেখাদেখির এক পর্যায়ে আমাকে আর

বিদেশ ভ্রমণ-মুক্তারুল ইসলাম মুক্তার

  বিদেশ ভ্রমণ     মুক্তারুল ইসলাম মুক্তার মনে হয় যেন বিমানে চরে,             যাই আমি বিদেশে চলে।  দেখব গিয়ে রংবের রংয়ের              মানুষ গুলারে। শূন্য আকাশে উড়াল দিয়ে,  যাই যেন এক নিমিষেই, দেশ হতে অন্য দেশে। ভাবিয়া ভাবিয়া দেখিনু,           এ যেন এক বিশাল ব্যবধান। মনে চাইলেই যখন তখন             যাইনা করা বিদেশ ভ্রমণ। এ যে নয় কোন মুখের কথা যেতে চাইলে লাগে অনেক টাকা।              কোথায় পাব এতো টাকা। আমার তো নেই কোন          কানা-কড়ি, শিখি-আদলী।   তাইতো বাবু,           বসিয়া করিনু একটু চিন্তা; বসত বাড়ি ভিটা বেঁচিয়া,          যামু বিদেশ চইলা। কিছু কথা আমায় ভাবিয়া তুলিল,         স্বদেশ ছেড়ে,  কেমনে থাকমু বিদেশে গিয়া। ভাবিয়া ভাবিয়া মরি,          হায় হতভাগা, কেমনে আছে বিদেশে গিয়া         ছেড়ে আপন দেশ। Time: 11:59pm Date : 23.10.2021 #MuktarulIslam23 #Muktarul_Islam #Poem #Story #PoemWriter #StoryWriter

বিরহের কোন গল্প বলবো না

 বাকের ভাই... আজ আর বিরহের কোন গল্প বলবো না আপনাকে ,  আজ বলবো এই শহরে নিম্ন মানের কিছু বাস্তবতা নিয়ে। জানেন বাকের ভাই,  রোজ রাতে এই শহরের ফুটপাতে কিছু মানুষ দেখা যায়!  ছালার বস্তায় নিজেকে মুড়ে কোন ভাবে রাতের আধার থেকে নিজেকে রক্ষা করে,  দিনের আলো ফুটবার সাথে সাথে তারা অদৃশ্য হয়ে যায়। এরা এই শহরে গৃহহীন মানুষ এদের কোন স্থায়ী ঠিকানা নেই।।। আরো কিছু দূর হেটে যাবার পর দেখা যায়,  কিছু মানুষ গোল হয়ে বসে তামাকে আগুন ধরাচ্ছে,  মাঝে মাঝে এদিও ওদিক তাকিয়ে দেখছে কেউ তাদের লক্ষ করছে কিনা,   কিছু ক্ষন পর তারা সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হলো।  এরা হলো এই সমাজের মাদকাসক্ত যুব সমাজ,  এদের কোন ভবিষ্যত নেই,  এরা ফসলের জমিতে জন্মানো আগাছার মতো।। বাকের আরো কিছু দূর গেলে দেখবেন,  কিছু মানুষ রাস্তায় ঘাপটি মেরে বসে আছে সুযোগের সন্ধানে,  একটু বেখেয়ালী হলেই তারা ছুরি বসিয়ে দেবে  আপনার বুকে,  সামান্য হাত কাঁপবেনা ওদের,  অর্থের জন্য ওরা এই  রাতের শহরে ছিনতাই কারীর বেশ ধরেছে।   আরও কিছু দূর রাস্তার মোড়ে দেখা মিলবে এই শহরের নিরাপত্তা কর্মীদের,  একটু সাবধানে থাকবেন,  ওরাও নিজেদের স্বার্থে আপনাকে বসিয়ে দেবে

আঠারো বয়স - মুক্তারুল ইসলাম মুক্তার

আঠারো বয়স মুক্তারুল ইসলাম মুক্তার আঠারো বয়স ভারি দুষ্ট বুজতে চাইনা কোন কিছু  বড় কিংবা ছোট করে না কোন তোয়াক্কা । এই বয়সে হালকা মিষ্টি দুষ্টামি, একটু একটু নষ্টামি  তিলে তিলে শেষ সকল সম্মানের ঘানি। অবশেষে কাঁধে  আস্তব একটা বোঝা, কূল-কিনারা হারা কোথায় ঠেকাবে মাথা। পাই না কোন কূল  করে শুধু ভুল, বয়স যে আঠারো।

বয়সে যুবতি Muktarul Islam Muktar

বয়সে যুবতি  মুক্তারুল ইসলাম মুক্তার সবে মাত্র হয়েছি যুবতি বয়স হয়েছে কুড়ি। এই বয়সে যায় কি থাকা মনকে সামলে রাখা বড় দায়। বড় কঠিন মনের চাল  কখন কি যে হয়  বুঝা বড় দায়। মনটা যে উরু উরু ধুরু ধুরু করে  কখন জানি কার প্রেমেতে মন যাই মজাইয়া । দেখলে কাউকে বলতে ইচ্ছে হয়, ভালবাসি তোমায় আমি। 

সুখ! সুখ! সুখ! মুক্তারুল ইসলাম মুক্তার

 সুখ! সুখ! সুখ!  মুক্তারুল ইসলাম মুক্তার  সুখ! সুখ! সুখ! করে মানুষ শুধু চিল্লাই কখনো কি সুখ পাইছে, কোটি টাকা থাকতে পারে  তবু সুখ নাই তার মাঝে । সুখের খুঁজে মানুষ হয়ে পরে  আত্মহারা । সুখ যদি পেতে চাও জীবনে, টাকার পেছনে না ঘুরে  স্বাভাবিক জীবন গড়। সুখ যদি চাও জীবনে  ভেজালকে বাদ দিয়ে  সুখি সুন্দর জীবন গড়ি । ভেজালের   জন্য  আজ সুখ নাই দেশে । রোজ সকালে উঠে দেখি  মানুষের হাটাহাটি, অসুখে ছড়াছড়ি। এতো সুন্দর,দামী খাবার খায়। ফলমূল শাকসবজি মাছ মাংস আর ডিম, তবুও অসুখে ছড়াছড়ি । ফলমূলে ফরমালিন, শাকসবজিতে কীটনাশক,  ভেজাল যে চারিদিকে ছড়িয়ে  কোথায় পাইবে ভিটামিন । সব কিছু হইল হাইব্রিড  মাছ মাংস আর ডিম । দুধের ছানায় হয় না,  ময়দা ছাড়া মিষ্টি । ভেজালে যে সব কিছুরই সৃষ্টি ।

স্বাধীনতা হারিয়ে গেছে

  স্বাধীনতা হারিয়ে গেছে মুক্তারুল ইসলাম মুক্তার স্বাধিনতা হারিয়ে গেছে সেই কবে জানি না তো এখনো আমি তবে।। আমি পাইনি খুঁজে কখনো স্বাধীনতা মুখ খুলে বলতে পারি না কোন কথা।। কোথায় হারিয়ে গেল স্বাধীনতা... স্বাধীনতা নেই আর স্বাধীনতা... স্বাধীন দেশে কাকা, এখনো আমি পরাধীন, মুখ খুলে বলতে পারি না কোন কথা । স্বাধীনতার নামে মামা,  দেশে চলে যুলুম আর নির্যাতন, হচ্ছে কত দেশে নারী ধর্ষণ।। দেখাই খালু তারা আইনের প্রভাব, ধর্ষণ করে শুধু দিনরাত। স্বাধীনতা আর গণতন্ত্র নেই আর  দেশে চলছে শুধু এক নায়ক তন্ত্র। স্বাধীনতা নেই আর স্বাধীনতা।।

নীড়ে ফেড়া পাখি

নীড়ে ফেড়া পাখি মুক্তারুল ইসলাম মুক্তার আমার ময়না টিয়া, কয় না তার মনের কথা আমায় একটু খুলে, সারা দিন গোসসা করে থাকে পাখি, আমায় ছেড়ে দূরে। মনটাই আমার ভিষণ খারাপ না হইলে পাখির সাথে আলাপ। এই মস্ত বড় শহরে থাকে পাখি ফ্লাটে যাইনা তো দেখা তারে। পাখিটা দেখতে ভালো ভিষণ কালো, লম্বা মাথার কেশ। পাখিটা দুষ্ট বেশি রং দেখিয়ে মাতায় শহরটারে। পাখিতো বুঝে না ভালো কি মন্দ, রংয়ের বাহার দেখিয়ে নাটাই ঘুড়াই চরকিটারে। পাখিটা বুঝে না ভালোবাসার কি যন্রণা। শুধু শুধু কষ্ট দেয়, আর কাঁদায় আমার মনটারে। পাখিটা শুন্য ছাড়া বাসা হারা যানে না তার আপন ঠিকানা। পাখি সব দুয়ারে ঘুরে হন্য হয়ে খুঁজে, পাইনা খুঁজে মনের মতন। তাইতো পাখি ফিরে আসে দিনের শেষে, আধার ঘনিয়ে যখন সন্ধ্যা নামে। পাখিটার এমন স্বভাব ভাবের অভাব, পূরণ করে নিজের মতো। তাইতো পাখি ছুটে আসে আপন ঘরে, আধার শেষে। 

বর্ষার আনন্দ

  বর্ষার আনন্দ মো: মুক্তারুল ইসলাম মুক্তার আকাশে জমেছে ঘন কালো মেঘ মুষল ধারায় পড়ছে বৃষ্টি হালকা বইছে বাতাস বৃষ্টির পানিতে মুখরিত চারিদিকে কাঁদা যুক্ত পদ ঘাট। বৃষ্টির পানিতে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা আনন্দে ভেজায় তাদের গা। জ্বর শর্দি হলে খাই বকুনি মায়ের। শুকনা বিল ভরে গেছে বর্ষায় মাছেরা আনন্দে ছুটে চলেছে আর ভাবছে মনে মনে বন্দী ছিল তাদের জীবন মুক্তি পেল বুঝি। কদম ফুলে সুবাস মাখা দেখতে কত সুন্দর লাগে। সাদা-হলুদ রঙে ফুটে আছে, সবুজ পাতার মাঝে। তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি কদম ফুলের দিকে। Date : 15.06.2020 Time : 3:20 pm পহেলা আষাঢ় ১৪২৭ বাংলা।

তুমি হতে চাই

  তুমি হতে চাই। মো : মুক্তারুল ইসলাম মুক্তার আমি প্রতিটা প্রহর অপেক্ষা করি তোমার তুমি ডাক শুনব বলে। আর কত দিন অপেক্ষা করবো। কবে শুনতে পাব সেই তুমি ডাক। আপনি করে আর কত ডাকবে আমায়। যত বারই ইচ্ছা করেছি তোমার কাছে যাওয়ার তত বারই ফিরে যেতে হয়েছে শুধু আপনি ডাকের কারণে । এতো কাছে এসে এতো ভালো বেসেও আমি শুনতে পেলাম না মিষ্টি মধুর রসালো সেই মধু মাখা তুমি ডাক। ছুঁইতে ইচ্ছা করে বিবেকে লাগে আপনি ডাক বলে। কি অদ্ভুত ডাক পৃথক করে দেয় কাছে আসতে। আদৌ কি সেই ডাক ভুলিবে না ডাকিবে না কি আমায় তুমি করে। খুব ইচ্ছা করে ঘুরে আসতে একবার তোমার শহরটা। Date: 30.06.2020 Time: 11: 00pm

মেয়ে হয়ে জন্ম নিছি বলে Writing By Muktarul Islam Muktar

  মেয়ে হয়ে জন্ম নিছি বলে  "মুক্তারুল ইসলাম মুক্তার" একদিন আমি কেঁদে ছিলাম যখন প্রথম পৃথিবীর বুকে আসি। তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে। বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না । আমি ছিলাম সকলের কাছে অপরাধী, মেয়ে হয়ে জন্ম নিছি বলে। কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে। তিলে তিলে গড়া আমার এ দেহটা। কষ্ট সইতে সইতে আর পারছি না। কি করবো কষ্ট যে সইতে হবে। মেয়ে হয়ে জন্ম নিছি। আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত , মেয়ে হয়ে জন্ম নিছি বলে। তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ।মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ , হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়। চারিদিকে আঁধার নেমে আসছে , অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা। একটি উত্তর আজ ও মিললো না। অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর। তবুও শেষ হলো না মোর নির্যাতন। ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ , হইবে মোর দুঃখের অবসান । সুখের আশায় মরলাম আমি , দুঃখ যে রইল বারোমাস। মেয়ে হয়ে জন্ম নিছি বলে। Date: 11.01.2021 Time : 2:10 am #MuktarulIslam23   #muktarulislam32 #poem