Skip to main content

বিরহের কোন গল্প বলবো না

 বাকের ভাই...

আজ আর বিরহের কোন গল্প বলবো না আপনাকে ,  আজ বলবো এই শহরে নিম্ন মানের কিছু বাস্তবতা নিয়ে।


MuktarulIslam23


জানেন বাকের ভাই,  রোজ রাতে এই শহরের ফুটপাতে কিছু মানুষ দেখা যায়!  ছালার বস্তায় নিজেকে মুড়ে কোন ভাবে রাতের আধার থেকে নিজেকে রক্ষা করে,  দিনের আলো ফুটবার সাথে সাথে তারা অদৃশ্য হয়ে যায়। এরা এই শহরে গৃহহীন মানুষ এদের কোন স্থায়ী ঠিকানা নেই।।।


আরো কিছু দূর হেটে যাবার পর দেখা যায়,  কিছু মানুষ গোল হয়ে বসে তামাকে আগুন ধরাচ্ছে,  মাঝে মাঝে এদিও ওদিক তাকিয়ে দেখছে কেউ তাদের লক্ষ করছে কিনা,   কিছু ক্ষন পর তারা সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হলো।  এরা হলো এই সমাজের মাদকাসক্ত যুব সমাজ,  এদের কোন ভবিষ্যত নেই,  এরা ফসলের জমিতে জন্মানো আগাছার মতো।।


বাকের আরো কিছু দূর গেলে দেখবেন,  কিছু মানুষ রাস্তায় ঘাপটি মেরে বসে আছে সুযোগের সন্ধানে,  একটু বেখেয়ালী হলেই তারা ছুরি বসিয়ে দেবে  আপনার বুকে,  সামান্য হাত কাঁপবেনা ওদের,  অর্থের জন্য ওরা এই  রাতের শহরে ছিনতাই কারীর বেশ ধরেছে।  


আরও কিছু দূর রাস্তার মোড়ে দেখা মিলবে এই শহরের নিরাপত্তা কর্মীদের,  একটু সাবধানে থাকবেন,  ওরাও নিজেদের স্বার্থে আপনাকে বসিয়ে দেবে অপরাধীর চেয়ারে,  টেনে নিয়ে যাবে হাজতে,  আপনার জীবনে বসিয়ে দেবে কয়েদীদের কোড নাম্বার। 


বাকের ভাই তার পর মধ্য রাতে দেখা মিলবে এই শহরে সব চাইতে মর্মান্তিক কিছু  দৃশ্য।   ফুট ওভারের সিড়িতে কেউ একজন আপনার কাঁধে হাত রেখে কামনার আবদার করবে,  খুব সস্তায় তারা আজ রাতে আপনার হাতে নিজেকে উৎসর্গ করবে, নিজের জীবন বাঁচাতে নিজের পরিবার বাঁচাতে,  আজ তারা এই শহরে পতিতা। 


শেষ রাতে যখন আপনি বাড়ি ফিরবেন তখন আপনার কানে চাপা কান্নার আওয়াজ ভেষে আসবে,  নারী কন্ঠে কেউ খুব সাবধানে কাঁদছে যেন কেউ শুনতে না পায়,  কিন্তু আপনি শুনতে পাবেন,  এই মেয়েটি প্রতারিত হয়েছে ভালোবাসার কাছে কেউ একজন তাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে হারিয়ে গেছে নিজের স্বার্থের পথে।। 


ভোর বেলায় আপনার ঘুম ভাংবে  পাশের ফ্লাটে চিৎকার শুনে,  কাল রাতে পাশের বাসার ছেলেটি বেকারত্বের গ্লানি মাথায় নিয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে গলায় ফাঁসি  দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এসে তাকে নিয়ে যাবে ময়না তদন্তের জন্য, কেটে কুটে ক্ষতবিক্ষত দেহটা সন্ধ্যার পর দিয়ে যাবে,  রাতের আঘারে তাকে মাটিচাপা দিয়ে দেওয়া হবে,  তর নামের আগে জুড়ে দেওয়া হবে মাহাপাপীর উপাধি।। 


বাকের ভাই,  আপনি দিনের আলোয় রাতের গল্প গুলো লিপিবদ্ধ করে  বলে উঠবেন।।। 


এই শহরে সবার কিছু আলাদা কষ্ট আছে কেউ সুখে নেই,  আপনি আমি কিংবা আমরা সবাই নিজস্ব দূঃখে কাতর।।। 


ভালোথাকুক রাতের শহর,  ভালো থাকুক  শহরের মানুষ গুলে।।। 


কথায়~~ রিফাজ আহম্মেদ

#collect

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।