Skip to main content

Posts

Showing posts from February 10, 2022

বিশ্ব আজ মুখরিত-মুক্তারুল ইসলাম মুক্তার

 বিশ্ব আজ মুখরিত  মুক্তারুল ইসলাম মুক্তার  D: 10.02.2022 T: 06:29am বিশ্ব আজ মুখরিত, আল্লাহু আকবর ধ্বনিতে। দেখেছে বিশ্ববাসী আমরা মুসলিম, কতোটা শক্তিশালী। আল্লাহু আকবর ধ্বনিতে  কেঁপে উঠছে বিশ্ব।  শ্রী রাম,  হরে কৃষ্ণ, ধ্বনি ছিল সব হিন্দুর মুখে । একাই আমার মুসলিম বোনটি, দিয়ে যাচ্ছিল ধ্বনি, আল্লাহ আকবর বলে।  ধন্য তুমি হে মুসকান নারী, তুমি যে বর্তমানের সুমাইয়া । তোমার আল্লাহু আকবর  ধ্বনিতে, মুখরিত বিশ্বের যত মুসলমান।  তোমার সাহসিকতায় গুটিয়ে বসে, আহা! যত আছে উগ্রবাদী । কোন ধর্মে আছে এমন কথা, অন্য ধর্মের সাথে করো সহিংসতা।  ধর্মের কর্ম ভুলে; করছো তোমরা, নিজের মত করে বিচার বিবেচনা। ধর্মের কথা কি মনে পরে না, হে উগ্রবাদী জঙ্গীবাদী, তোমাদের জন্যই আজ  মানব জাতি হয়েছে কুলষিত।  ভ্রাতৃত্ব দেখ কাকে বলে?  শিখে নিতে মুসলমানের থেকে, হে উগ্রবাদী জঙ্গীবাদী।  একই আওয়াজে ঝড় উঠেছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে।  কাঁপছে যে হিন্দুস্থান, আল্লাহু আকবর ধ্বনিত। #আল্লাহু_আকবর #আল্লাহু #আল্লাহুআকবর #poemblogstorywriter #MuktarulIslam23 #কবিতা...