অনেক কথা মুক্তারুল ইসলাম মুক্তার আজ বলতে গেলে অনেক কথাই বলতে পারি, কিন্তু বলিনা যদি তোমাকে হারিয়ে ফেলি। খুব ভালোবাসি তাইতো আজো আছি, তোমার অপেক্ষায় আমি যৌবনের সব আনন্দ করেছি বিলীন তোমার জন্য, সময় যাচ্ছে জীবন কাটছে কষ্টে , তুমি আছো মহা আনন্দে, কেবল আমি একাই আছি দুঃখে। হাসি খুশিতে কাটছে তোমার সময়, আমার তো কাটে তোমার মতো সময়। এসএম. মুক্তার সরকার