নীল শাড়ি আর নীল চুড়ি মুক্তারুল ইসলাম মুক্তার Time: 9:23pm Date : 10.04.2022 নীল শাড়ি আর নীল চুড়ি, তোমার নাকি ভীষণ প্রিয়। তাই তো আমি কিনে রাখছি, নীল শাড়ি আর নীল চুড়ি তোমায় দেবো ভেবে। কিন্তু........................ প্রিয় তুমি তার আগেই আমায় ছেড়ে চলে গেলে। এখন আমি নীল শাড়ি আর নীল চুড়ি গুলো নিয়ে জানালায় দাঁড়িয়ে থাকি । জানি তুমি আসবে, আবার আসবে ফিরে, আমার কাছে । তাইতো প্রিয়, আমি রোজ রাইতে নীল শাড়ি আর নীল চুড়ি গুলো নিয়ে জানালায় দাঁড়িয়ে থাকি, তোমার অপেক্ষায়। ওই মুক্ত আকাশে যখন দেখি, হাজার তারার মেলা তখন....................... আমার মনটা ভীষণ কেঁদে ওঠে তোমায় নিয়ে জোসনা রাতে কত গল্প করে কেটে দিয়েছিলাম। এখন সেই দিনগুলো ভীষণ মনে পড়ে তাইতো আমি আজও কাঁদি, শুধু তোমার কথা ভেবে। প্রিয়........................ তুমি আসবেনা নাকি আর কখনোই আসবেনা । তুমি কি আমাকে একা করে চলে যাবে। আমার কথা কি তোমার মনে পড়ে না জানি, তুমি একজন স্বার্থপর তাই হয়তোবা, ...