Skip to main content

Posts

Showing posts from December, 2021

শ্যামা সুন্দরী-পর্ব-৩য়-কলমে-মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব ৩য় কলমে মূক্তারুল ইসলাম মুক্তার  03.11.2021 10:42 pm "দীঘল কালো লম্বা চুল গুলো,  যখন তুমি হাওয়াই উড়াও তখন লাগে অনেক সুন্দর।  কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।" "ঠোঁট দুটি তার কমলা লেবু, যেন রসে ভরা। দুই কানে দুই রিং ঝুলানো, নাকটা বাসির মতো। ইচ্ছে করে এই মেয়েকে বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।" এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো।  যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না দেখে কোন

শিরোনাম : ভালবাসা পবিত্র কলমে Muktarul Islam Muktar Sorkar

 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar ভালোবাসা মানে যদি হয় ছুঁয়ে দেখা, তাহলে সেটা কখনো ভালবাসা নয়।  হতে পারে সে কোন মানুষ,  নামের জানোয়ার কিংবা হিংস্র প্রাণী।  ভালোবাসা হয় পবিত্র;  যদি তাতে না হয় ভক্ষণ।  ভালোবাসার নামে যেন হয় না, কোন মেয়ে অপহরণ।  ধুলায় মিশে যায় না যেন , কোন মেয়ের ইজ্জত।  তবেই ভালবাসা হবে পবিত্র, এই ত্রিভুবনে।  Time: 10:09 pm Date :12/12/2021 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar

যৌতুক প্রথা - মূক্তারুল ইসলাম মুক্তার

  যৌতুক প্রথা  মূক্তারুল ইসলাম মুক্তার  সময় : 10:25pm তারিখ: 17/12/2021 পৃথিবীতে ভালবাসার কোন মূল্য নেই।  টাকায় কেনা যায় ভালোবাসা।  থাকে যদি পকেটে লাখ লাখ টাকা।  বুঝে না তারা ভালো কি মন্দ।  ভালোবাসা করে বিক্রি, বাজারের সদাই ভেবে।  বিবেকহীন মনুষ্য জাতি, করে না কোন দিক-বিবেচনা।  পাইলে টাকা........ বিক্রি করতে পারে ইজ্জত, ঘৃণা করে না তারা।  সমাজে প্রচলিত প্রথা,   চলছে যৌতুকের ধামাধরা।  ছেলেরা বাজারের পশু,   মেয়েরা ক্রেতা।  লাখ টাকা দিয়ে কিনে,  ছিনিয়ে নিতে ভালবাসা।  রক্ত চোষা চুষিয়ে খাচ্ছে,  মেয়ের বাবার টাকা।  মনে কি জাগে না, একবারও ভালোবাসার কথা। থাকতো যদি রিদয়ে তোমার, সত্যি কারের ভালোবাসা।  তাহলে কখনো প্রচলিত প্রথায়, বিক্রি করতে না তোমার ইজ্জত।