Skip to main content

যৌতুক প্রথা - মূক্তারুল ইসলাম মুক্তার

 যৌতুক প্রথা 
মূক্তারুল ইসলাম মুক্তার 

সময় : 10:25pm
তারিখ: 17/12/2021


পৃথিবীতে ভালবাসার কোন মূল্য নেই। 

টাকায় কেনা যায় ভালোবাসা। 

থাকে যদি পকেটে লাখ লাখ টাকা। 

বুঝে না তারা ভালো কি মন্দ। 


ভালোবাসা করে বিক্রি,

বাজারের সদাই ভেবে। 

বিবেকহীন মনুষ্য জাতি,

করে না কোন দিক-বিবেচনা। 

পাইলে টাকা........

বিক্রি করতে পারে ইজ্জত,

ঘৃণা করে না তারা। 


সমাজে প্রচলিত প্রথা,  

চলছে যৌতুকের ধামাধরা। 

ছেলেরা বাজারের পশু,  

মেয়েরা ক্রেতা। 

লাখ টাকা দিয়ে কিনে, 

ছিনিয়ে নিতে ভালবাসা। 


রক্ত চোষা চুষিয়ে খাচ্ছে, 

মেয়ের বাবার টাকা। 

মনে কি জাগে না,

একবারও ভালোবাসার কথা।


থাকতো যদি রিদয়ে তোমার,

সত্যি কারের ভালোবাসা। 

তাহলে কখনো প্রচলিত প্রথায়,

বিক্রি করতে না তোমার ইজ্জত।

Comments

MuktarulIslam23 said…
ভালোবাসা মানে যদি হয় ছুঁয়ে দেখা,
তাহলে সেটা কখনো ভালবাসা নয়।
হতে পারে সে কোন মানুষ,
নামের জানোয়ার কিংবা হিংস্র প্রাণী।

https://poemblogstorywriter.blogspot.com/2021/12/%20%20-Muktarul%20Islam%20Muktar%20Sorkar.html

Popular posts from this blog

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে। 

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm