Skip to main content

Posts

Showing posts from August, 2021

নীড়ে ফেড়া পাখি

নীড়ে ফেড়া পাখি মুক্তারুল ইসলাম মুক্তার আমার ময়না টিয়া, কয় না তার মনের কথা আমায় একটু খুলে, সারা দিন গোসসা করে থাকে পাখি, আমায় ছেড়ে দূরে। মনটাই আমার ভিষণ খারাপ না হইলে পাখির সাথে আলাপ। এই মস্ত বড় শহরে থাকে পাখি ফ্লাটে যাইনা তো দেখা তারে। পাখিটা দেখতে ভালো ভিষণ কালো, লম্বা মাথার কেশ। পাখিটা দুষ্ট বেশি রং দেখিয়ে মাতায় শহরটারে। পাখিতো বুঝে না ভালো কি মন্দ, রংয়ের বাহার দেখিয়ে নাটাই ঘুড়াই চরকিটারে। পাখিটা বুঝে না ভালোবাসার কি যন্রণা। শুধু শুধু কষ্ট দেয়, আর কাঁদায় আমার মনটারে। পাখিটা শুন্য ছাড়া বাসা হারা যানে না তার আপন ঠিকানা। পাখি সব দুয়ারে ঘুরে হন্য হয়ে খুঁজে, পাইনা খুঁজে মনের মতন। তাইতো পাখি ফিরে আসে দিনের শেষে, আধার ঘনিয়ে যখন সন্ধ্যা নামে। পাখিটার এমন স্বভাব ভাবের অভাব, পূরণ করে নিজের মতো। তাইতো পাখি ছুটে আসে আপন ঘরে, আধার শেষে। 

বর্ষার আনন্দ

  বর্ষার আনন্দ মো: মুক্তারুল ইসলাম মুক্তার আকাশে জমেছে ঘন কালো মেঘ মুষল ধারায় পড়ছে বৃষ্টি হালকা বইছে বাতাস বৃষ্টির পানিতে মুখরিত চারিদিকে কাঁদা যুক্ত পদ ঘাট। বৃষ্টির পানিতে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা আনন্দে ভেজায় তাদের গা। জ্বর শর্দি হলে খাই বকুনি মায়ের। শুকনা বিল ভরে গেছে বর্ষায় মাছেরা আনন্দে ছুটে চলেছে আর ভাবছে মনে মনে বন্দী ছিল তাদের জীবন মুক্তি পেল বুঝি। কদম ফুলে সুবাস মাখা দেখতে কত সুন্দর লাগে। সাদা-হলুদ রঙে ফুটে আছে, সবুজ পাতার মাঝে। তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি কদম ফুলের দিকে। Date : 15.06.2020 Time : 3:20 pm পহেলা আষাঢ় ১৪২৭ বাংলা।

তুমি হতে চাই

  তুমি হতে চাই। মো : মুক্তারুল ইসলাম মুক্তার আমি প্রতিটা প্রহর অপেক্ষা করি তোমার তুমি ডাক শুনব বলে। আর কত দিন অপেক্ষা করবো। কবে শুনতে পাব সেই তুমি ডাক। আপনি করে আর কত ডাকবে আমায়। যত বারই ইচ্ছা করেছি তোমার কাছে যাওয়ার তত বারই ফিরে যেতে হয়েছে শুধু আপনি ডাকের কারণে । এতো কাছে এসে এতো ভালো বেসেও আমি শুনতে পেলাম না মিষ্টি মধুর রসালো সেই মধু মাখা তুমি ডাক। ছুঁইতে ইচ্ছা করে বিবেকে লাগে আপনি ডাক বলে। কি অদ্ভুত ডাক পৃথক করে দেয় কাছে আসতে। আদৌ কি সেই ডাক ভুলিবে না ডাকিবে না কি আমায় তুমি করে। খুব ইচ্ছা করে ঘুরে আসতে একবার তোমার শহরটা। Date: 30.06.2020 Time: 11: 00pm