Skip to main content

Posts

Showing posts from June 29, 2020

ভালবাসায় ঘুন ধরেছে

ভালবাসায় ঘুন ধরেছে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার তিলে তিলে গড়ে তোলা,                                                            সাড়ে তিন বছরের ভালবাসা সেই ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না, ভালবাসায় ঘুনে ধরেছে। ও মন জানো না। সুখ বসন্ত সুখের কালে, বন্ধু আমার পাশে থাকে, বুঝি সে আমায় কত ভালবাসে। দুঃখ পেলে বন্ধু রইনা আমার পাশে। সুখ পেলে আসে হেসে দুঃখ পেলে যায় হারিয়ে। ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। ভালবাসায় ঘুন ধরেছে, ঘুনে করছে সর্বনাশ ও মন জানো না । ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। Date  : 19.06.2020 Time : 7:40am #MuktarulIslam32  #MuktarulIslam #MuktarulIslam23  #MsMusicTv

Single Waterman-একলা মাঝি-মুক্তারুল ইসলাম মুক্তার

একলা মাঝি  মুক্তারুল ইসলাম মুক্তার আমি নিঘাটা নায়ের মাঝি নৌকা ছাড়াই মাঝি। ছাড়িলাম তরি আপন মনে জানি না ভীরবে কোথায়। মিলবে যেথায় মনের মতো মানুষ পাব আমার মতো। সওদা করবো তার সাথে । যদি পায় একজন আমরা হব দুইজন। গল্প করবো সারা জীবন। সংসার হবে মনের মতো সন্তান হবে ফুলের মতো। Date  :  28-06-20 Time :  4.42pm Muktarul Islam Muktar Sorkar

Shepherd Boy / রাখাল বালক

https://twitter.com/MuktarulIslam23 রাখাল  বালক মো : মুক্তারুল ইসলাম মুক্তার ও গো রাখাল বালক দেখছি তোমায় রোজ সকালে গরু চড়াও মাঠে মাঠে বড্ড ভালো লাগে। তুমি যখন বাসির সুরে মিষ্টি করে গেয়ে যাও গান, বেহায়া মনটা আমার এক ছুটে আসতে চায় পাশে তোমার বসতে চায়, তোমার কোলে মাথা রেখে শুনতে চায় একটু গান। শুনাবে কি গান? আমি যে রাখাল বালক পরিচয় আমার গরু চড়ায় মাঠে মাঠে।  নাই যে আমার তোমার মতো, দালান-কোটা, ইট-পাটকেলের ঘর আমি যে রাখাল চড়ায় গরু মাঠ হতে মাঠ। তোমার বাবা চাকরি করে আমি যে রাখাল কেমন করে শুনাব গান মাথা রেখে কোলে। Subscribe Now ⇨⬇ সমাজ আমায় ঘৃণ্যা করে আমি রাখাল বলে। কেউ আমায় ভালবাসে না আমি রাখাল বলে । লোকের কথায় দেয় না কান লোকে যা বলে বলুক, তুমি আমার রাখাল রাজা এ টুকু জানি। বাবার আছে দালাদ-কোটা আছে গাড়ী-বাড়ি তাতেও যে মন জুড়ায় না না দেখিলে তোমায় একটুখানি। তোমায় যে বড় ভালবাসি ভালবাসবে কি আমায় ? তুমি তো ননীর পুতুল ধনীর দুলাল না ছুঁয়ছে তোমায় রোদ বৃষ্টি ...