Skip to main content

Posts

Showing posts with the label Poems/কবিতা

একটা মানুষ খুঁজেছিলাম - এস এম মুক্তার সরকার

একটা মানুষ খুঁজেছিলাম এস এম মুক্তার সরকার  আমি একটা মানুষ খুঁজেছিলাম এই চেনা শহরে,  মনের মানুষ কিংবা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছিলাম।  এই গ্রাম, ঐ গ্রাম, এই শহরে, ঐ শহর খুঁজেছি কোথাও রাখি নাই বাদ,  খুঁজিনি এমন কোন জায়গায়, খুঁজেছি জীবনের তেইশটি বছর। আজো পাইনি আমি আপনরে,  যে কিনা বাসিবে ভালো মৃত্যুরও পরে।  27 July 2023 8.51pm

চাই না আমি এমন উন্নতি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  চাই না আমি এমন উন্নতি  Muktarul Islam Muktar Sorkar  চাই না আমি পদ্মা সেতু  চাই না এমন কাজ,  যদি না কিনতে পারি,  খাব কি তবু বল।  দেশে আর নাই শান্তি,  খুঁজে দেখ না একবার,  লন্ড ভন্ড হয়ে গেছে সোনার বাংলা।  সেই তো দোষ দিবো কার।  রাজনীতির নামে করছে রাজ,  উন্নয়নের নামে ভরছে পকেট,  যারা আছে ওই ক্ষমতায় বসে।  চাই না এমন উন্নতি,  খেতে যদি হয় সাদা ভাত।  তেলের সাথে সব কিছুর দাম,  হয়েছে চড়া, আগুন যেন বাজারে। কৃষকের জিনিস সস্তা অতি,  পায়না যে তারা ন্যায্য মূল্য।  বসে ঐ চেয়ারে, বক্তব্য দেয় যে তারা উন্নতির স্বর্ণ শিখরে সোনার বাংলা,  অর্থনীতিতে যেন শূন্য।  11:05 pm 11.06.2022

কবিতা বেলা-লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  বেলা  মুক্তারুল ইসলাম মুক্তার  31.01..2022 5:08pm বাফু যাচ্ছ কোথায়?  এই তো সামনের বাড়ি,  কিসের জন্য এতো তাড়া যাচ্ছ যেন থামছো না যে  দাওয়াত কিছু আছে নাকি?  না গো মোশাই,  যাচ্ছি আমি অচিন পুরে  কেমন আছে আমার বন্ধু বেলা  হয় না দেখা যে আর তার সাথে  কয়না কথা বহুদিন হলে।  তাই একটু মনে হলে  আসি ছুটে বেলার কাছে । বাফু সেতো আমি জানি  বেলা কি লাগি? বেলা আমার কেউ না গো  শিশুকালের খেলার সাথী। পড়তাম দু'জন পাঠশালায়  ছিলাম অনেক ভালো বন্ধু।  বেলা ছাড়া কেউ ছিল,  সেই সময়ে আমার বন্ধু।  তাই তো তারে লাগে ভালো  মন খারাপ একটু হলে , ছুটে আসি বেলার কাছে।  সুখ দুঃখের দু'টি কথা বলে  চলে যাব আপন দেশে । তা বাফু ঠিক বুঝেছি,  তুমি ভাল মানুষ  বিবেক বুদ্ধি সম্পূর্ন  দেখলেই তা বুঝা যায়।  হ্যাঁ মোশাই, কিছু বলতে চাও  বলতে পার কোনো দ্বিধা নাই।  হ্যাঁ বাফু, কিছু কথা না বললেই নয়  আজ যে যাচ্ছ তুমি বেলার কাছে  সে কথা কি তার স্বামী জানে  যদি স্বামী তার জানতে পারে  কিলা...

আমি কৃষক-মুক্তারুল ইসলাম মুক্তার

দেশকে এগিয়ে নিতে কৃষকের তুলনা অতুলনীয় ।  ছোট বড় গরীব ধনী চাকরিজীবী অচাকরীজিবী নির্বিশেষে সবাই আমরা কৃষকের উপর ভরসা করি। কিন্তু আমরা কৃষককে সম্মান করতে চায় না। আমার অহংকার আমি একজন কৃষকের ছেলে। কৃষির মধ্যেই মিশে আছে যেন আমার সমস্ত প্রাণ।              আমি কৃষক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি শ্রমিক দিনমজুর ভাই  মাঠে খেটে পুড়াই পিঠ  পাইনা কেনো ন্যায্য মূল্য ? সবাই ডাকে কৃষক বলে  আমি কৃষক না থাকিলে  না খেয়ে মরতে হবে  তোমার মতো চাকরিজীবীকে।  আমি বাফু হাবাবোবা   তাইতো রোদে পোড়াই  আমার সুন্দর দেহটারে  দশজনের কথা ভেবে।  তোমার মত আমি বাফু,  দেখাইতে পারি না  এতো বেশী ভাব খাবার খাওয়াই সবারে  মুখে তুলে দেয় হাতে করে।  তুমি বাফু কলম ধরে  কামাইছো টাকা বস্তা ভরে  একবার ভেবেছিলে ?  তিনবেলা পেটটা পুড়ে  খাচ্ছি ভাত ক্ষুদা পেলে  আসে কি তা অমনি করে ? তোমার বাফু বড়াই বেশী  টাকা-পয়সা বাড়ি-গাড়ি  সবই যেন তোমার ভুরি ভুরি  তাইতো অহংকার এতো বেশী।  আ...

নারী তুমি বহুরূপী - মুক্তারুল ইসলাম মুক্তার

 নারী তুমি বহুরূপী মুক্তারুল ইসলাম মুক্তার  2022.01.10 8:30am কখনো তুমি মা  আবার কখনো তুমি বোন।  কখনো তুমি স্ত্রী  আবার কখনো তুমি মেয়ে।  নারী তুমি বহুরূপী  নানান জায়গায়,  নানান রকম সম্পর্ক। নারী তোমার,  এই বহুরূপী সম্পর্ক  আমার মনে জাগায়  এক সংশয় ।  ওহে নারী, তোমাকে নিয়ে যত  দিদ্ধা দন্ড আমার।  নারী.......... আমি চেতনায় বিশ্বাসী  হয়ে যায় উদাসীন, তোমাতেই থাকি বিভোর।  Follow us Facebook Muktarul Islam Muktar  

চির চেনা এই দেশ-মুক্তারুল ইসলাম মুক্তার

 চির চেনা এই দেশ মুক্তারুল ইসলাম মুক্তার 21-8-22 / 5:22pm চির চেনা এই আমার দেশ         সবুজে ঘেরা ফসলের মাঠ;                      চোখ যায় যতদূর । সবুজ মাঠের বুকে সোনালী রোদ       রাঙ্গা প্রভাত; পাখিদের কলরব,               মুখোরিত করে আমার মন। শীতের সকালে বিলের মাঝে              অতিথির আগমন।  ঝাঁকে ঝাঁকে উড়ে আকাশে          অতিথিদের দল।                  কত পথ পাড়ি দিয়ে আসে তাড়া,                         ছেড়ে আপন ঠিকানা।    শীতের সকালে পড়ন্ত বিকেলে;            হালকা হালকা রোদ,                       আহ! কি মিষ্টি । বসন্ত কালে মিষ্টি সুরে,          কোকিল ডাকে গাছের ডালে।  ...

শিরোনাম : ভালবাসা পবিত্র কলমে Muktarul Islam Muktar Sorkar

 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar ভালোবাসা মানে যদি হয় ছুঁয়ে দেখা, তাহলে সেটা কখনো ভালবাসা নয়।  হতে পারে সে কোন মানুষ,  নামের জানোয়ার কিংবা হিংস্র প্রাণী।  ভালোবাসা হয় পবিত্র;  যদি তাতে না হয় ভক্ষণ।  ভালোবাসার নামে যেন হয় না, কোন মেয়ে অপহরণ।  ধুলায় মিশে যায় না যেন , কোন মেয়ের ইজ্জত।  তবেই ভালবাসা হবে পবিত্র, এই ত্রিভুবনে।  Time: 10:09 pm Date :12/12/2021 শিরোনাম : ভালবাসা পবিত্র  কলমে Muktarul Islam Muktar Sorkar