বয়সে যুবতি মুক্তারুল ইসলাম মুক্তার সবে মাত্র হয়েছি যুবতি বয়স হয়েছে কুড়ি। এই বয়সে যায় কি থাকা মনকে সামলে রাখা বড় দায়। বড় কঠিন মনের চাল কখন কি যে হয় বুঝা বড় দায়। মনটা যে উরু উরু ধুরু ধুরু করে কখন জানি কার প্রেমেতে মন যাই মজাইয়া । দেখলে কাউকে বলতে ইচ্ছে হয়, ভালবাসি তোমায় আমি।