Skip to main content

Posts

Showing posts from August 21, 2021

নীড়ে ফেড়া পাখি

নীড়ে ফেড়া পাখি মুক্তারুল ইসলাম মুক্তার আমার ময়না টিয়া, কয় না তার মনের কথা আমায় একটু খুলে, সারা দিন গোসসা করে থাকে পাখি, আমায় ছেড়ে দূরে। মনটাই আমার ভিষণ খারাপ না হইলে পাখির সাথে আলাপ। এই মস্ত বড় শহরে থাকে পাখি ফ্লাটে যাইনা তো দেখা তারে। পাখিটা দেখতে ভালো ভিষণ কালো, লম্বা মাথার কেশ। পাখিটা দুষ্ট বেশি রং দেখিয়ে মাতায় শহরটারে। পাখিতো বুঝে না ভালো কি মন্দ, রংয়ের বাহার দেখিয়ে নাটাই ঘুড়াই চরকিটারে। পাখিটা বুঝে না ভালোবাসার কি যন্রণা। শুধু শুধু কষ্ট দেয়, আর কাঁদায় আমার মনটারে। পাখিটা শুন্য ছাড়া বাসা হারা যানে না তার আপন ঠিকানা। পাখি সব দুয়ারে ঘুরে হন্য হয়ে খুঁজে, পাইনা খুঁজে মনের মতন। তাইতো পাখি ফিরে আসে দিনের শেষে, আধার ঘনিয়ে যখন সন্ধ্যা নামে। পাখিটার এমন স্বভাব ভাবের অভাব, পূরণ করে নিজের মতো। তাইতো পাখি ছুটে আসে আপন ঘরে, আধার শেষে।