Skip to main content

Posts

Showing posts from November 24, 2021

অসহায় গরীব - মুক্তারুল ইসলাম মুক্তার

অসহায় গরীব  মুক্তারুল ইসলাম মুক্তার  রচনার সময় : 9:27pm Date : 2021-11-15 দিনে আনি দিনে খায়,,      ছটাক খানি তেল কিনে  সংসার চালায়।  ছোট সংসার মোর,      আয় নেই বেশী,  কেমন করে আনব কিনে       বাজার থেকে, সয়াবিনের লিটারি বোতল।  পরিবারে তেমন কেউ নেই,  রোজগার করার মতো।   স্ত্রী আর আমি।       ছোট দুইটি সন্তান, বৃদ্ধ বাবা মা,       বয়স হয়েছে অনেক । সামান্য আয়ে কোন মতে,       চলে মোদের মতো,  অসহায় গরিবের সংসার।  যেই ভাবে বেড়ে যাচ্ছে,       নৃত্য দিনের দ্রব্য সামগ্রীর  দাম।  এভাবেই বাড়তে থাকলে        না খেয়ে মরতে অসহায় মানুষদের।  ভেজাল প্রতিরোধ, দাম তদারকি এবং ভিটামিন সংযোজন নিশ্চিত করতে আগামী বছরের মার্চ মাস থেকে দেশের বাজারে খোলা সয়াবিন,পাম, সুপারপাম তেল বিক্রি বন্ধ হতে যাচ্ছে। সূত্র : Independent News  দেশের সরকারের নেতা কর্মীদের মাঝে ভেজাল  এটা ঠিক না করে তেলের ভেজাল দূর করা কতটা যৌক্তিক মনে হতে পারে?  ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।।।।