Skip to main content

Posts

Showing posts from July, 2021

মেয়ে হয়ে জন্ম নিছি বলে Writing By Muktarul Islam Muktar

  মেয়ে হয়ে জন্ম নিছি বলে  "মুক্তারুল ইসলাম মুক্তার" একদিন আমি কেঁদে ছিলাম যখন প্রথম পৃথিবীর বুকে আসি। তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে। বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না । আমি ছিলাম সকলের কাছে অপরাধী, মেয়ে হয়ে জন্ম নিছি বলে। কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে। তিলে তিলে গড়া আমার এ দেহটা। কষ্ট সইতে সইতে আর পারছি না। কি করবো কষ্ট যে সইতে হবে। মেয়ে হয়ে জন্ম নিছি। আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত , মেয়ে হয়ে জন্ম নিছি বলে। তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ।মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ , হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়। চারিদিকে আঁধার নেমে আসছে , অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা। একটি উত্তর আজ ও মিললো না। অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর। তবুও শেষ হলো না মোর নির্যাতন। ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ , হইবে মোর দুঃখের অবসান । সুখের আশায় মরলাম আমি , দুঃখ যে রইল বারোমাস। মেয়ে হয়ে জন্ম নিছি বলে। Date: 11.01.2021 Time : 2:10 am #MuktarulIslam23   #muktarulislam32 #poem

শহর ছেড়ে চলে গেছো Writing by Muktarul Islam Muktar

  শহর ছেড়ে চলে গেছো মুক্তারুল ইসলাম মুক্তার শ্যা ম বালিকা যেদিন তুমি এই শহর ছেড়ে চলে গেছো অনেক দূরে, সেই দিন থেকে আমার আর কোনদিন সেই সুখের গল্প লেখা হয়নি। সেই দিন থেকে আমার আর কোনদিন প্রেমের কবিতা লেখা হয়নি। সেই দিন থেকে লেখা হয়েছে শুধু দুঃখ কষ্টের কবিতা। যদিও জানতাম আমি ভালোবাসায় সুখ নেই, যা আছে সেটা শুধু যন্ত্রণা। আর তুমি সেটাই প্রমাণ করে দিলে । আজ তুমি নেই বলে, শহর টা মরুভূমিতে পরিণত হয়েছে। তুমি জানো শ্যাম বালিকা তোমাকে ছাড়া, আমার এই শহরে আর কারো জায়গা নেই। এই শহর টা যে শুধু তোমারি শ্যাম বালিকা শুধু তোমারি। যেই শহরে আমার শ্যাম বালিকা নেই, যেই শহরে আমার প্রিয় তমা নেই। সেই শহরে আমি একা একা থেকে কি করবো বলো শ্যাম বালিকা । এ যেন নয় কোন অভিনয়, নয় কোন ছায়াছবি, এ যেন তোমার প্রতি আমার মায়া - মমতা আর অন্তরের ভালবাসার টান। তুমি যেইখানেই থাকো না কেন সুখেই থেকো, এটাই যে আমার শেষ প্রার্থনা। #MuktarulIslam23 #muktarulislam32 #poem #Muktar