বর্ষার আনন্দ মো: মুক্তারুল ইসলাম মুক্তার আকাশে জমেছে ঘন কালো মেঘ মুষল ধারায় পড়ছে বৃষ্টি হালকা বইছে বাতাস বৃষ্টির পানিতে মুখরিত চারিদিকে কাঁদা যুক্ত পদ ঘাট। বৃষ্টির পানিতে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা আনন্দে ভেজায় তাদের গা। জ্বর শর্দি হলে খাই বকুনি মায়ের। শুকনা বিল ভরে গেছে বর্ষায় মাছেরা আনন্দে ছুটে চলেছে আর ভাবছে মনে মনে বন্দী ছিল তাদের জীবন মুক্তি পেল বুঝি। কদম ফুলে সুবাস মাখা দেখতে কত সুন্দর লাগে। সাদা-হলুদ রঙে ফুটে আছে, সবুজ পাতার মাঝে। তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি কদম ফুলের দিকে। Date : 15.06.2020 Time : 3:20 pm পহেলা আষাঢ় ১৪২৭ বাংলা।