Skip to main content

তুমি হতে চাই

 তুমি হতে চাই।

মো : মুক্তারুল ইসলাম মুক্তার



আমি প্রতিটা প্রহর
অপেক্ষা করি
তোমার তুমি ডাক শুনব বলে।

আর কত দিন
অপেক্ষা করবো।
কবে শুনতে পাব
সেই তুমি ডাক।

আপনি করে আর কত
ডাকবে আমায়।

যত বারই ইচ্ছা করেছি
তোমার কাছে যাওয়ার
তত বারই ফিরে যেতে হয়েছে
শুধু আপনি ডাকের কারণে ।

এতো কাছে এসে
এতো ভালো বেসেও
আমি শুনতে পেলাম না
মিষ্টি মধুর রসালো
সেই মধু মাখা তুমি ডাক।

ছুঁইতে ইচ্ছা করে
বিবেকে লাগে
আপনি ডাক বলে।

কি অদ্ভুত ডাক
পৃথক করে দেয়
কাছে আসতে।

আদৌ কি সেই ডাক
ভুলিবে না
ডাকিবে না কি
আমায় তুমি করে।

খুব ইচ্ছা করে
ঘুরে আসতে একবার
তোমার শহরটা।

Date: 30.06.2020
Time: 11: 00pm

Comments

Popular posts from this blog

কবরের আযাব লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

কবরের আযাব  লেখক মুক্তারুল ইসলাম মুক্তার  সময় 8:48 রাত  28.03.2022 আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে একটা পার্ক ছিল। পার্কের সাথেই ছিল একটা সুন্দর খেলার মাঠ। আমি ও আমার বন্ধুরা সবাই মিলে বিকাল বেলা খেলা করতাম, সেখানে বসে অনেক আড্ডা দিতাম গল্প করতাম। এভাবেই সময় পার করতাম। পার্কের সাইডে একটা বাড়ি ছিল। বাড়িটা ছিল বেশ ঝকঝকে ইট পাটকেলের তৈরি। বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না । মা ও মেয়ে বাস করতো। মেয়েটির বাবা মারা যাওয়ার পর তাদেরকে দেখাশুনা করার মতো আর কেউ নেই।  মাও প্রায় অসুস্থ, বয়স হয়েছে তো তাই। মেয়েটা অনেক সুন্দরী, দেখতে ধপধপে সাদা বকের মতো। অনেকেই তাকে পুতুল মনে করে, পুতুল নামে ডাকতো। সে তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিল। আর কোন সন্তান ছিল না বলে যা ইচ্ছে তাই করতো কিন্তু খুব বেশি কিছু করতে পারতো না পারিবারিক নিয়মের জন্য । সে তার বাবার মৃত্যুর পর যেন স্বাধীন হয়ে যায়। মনে করে এখন বাধা দেওয়ার মতো আর কেউ নেই, এখন সে মুক্ত। সে যেন খাঁচায় বন্দী থাকা পাখির মতো ছিল, খাঁচার বন্দী পাখি যেমন মুক্ত হবার পর আকাশ পানে উড়িয়ে চলে যতদূর তার মন চায়। ঠিক তেমনই মেয়েটি যখন যেখানে খুশি তখন সেখানে যায়

নারী তুমি বহুরূপী - মুক্তারুল ইসলাম মুক্তার

 নারী তুমি বহুরূপী মুক্তারুল ইসলাম মুক্তার  2022.01.10 8:30am কখনো তুমি মা  আবার কখনো তুমি বোন।  কখনো তুমি স্ত্রী  আবার কখনো তুমি মেয়ে।  নারী তুমি বহুরূপী  নানান জায়গায়,  নানান রকম সম্পর্ক। নারী তোমার,  এই বহুরূপী সম্পর্ক  আমার মনে জাগায়  এক সংশয় ।  ওহে নারী, তোমাকে নিয়ে যত  দিদ্ধা দন্ড আমার।  নারী.......... আমি চেতনায় বিশ্বাসী  হয়ে যায় উদাসীন, তোমাতেই থাকি বিভোর।  Follow us Facebook Muktarul Islam Muktar  

মায়ের মতন নয়-Mayer Moton Noy

  মায়ের মতন নয় মুক্তারুল ইসলাম মুক্তার হিরা-মুক্তা, সোনা-রুপা আছে যত দামী, মায়ের মতন দামী নয়। গাল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, টয় ফ্রেন্ড যত শত ফ্রেন্ড নামে আছে পৃথিবীতে যত ভালোবাসা মায়ের ভালবাসার মতন নয়। Date : 04.07.2020 Time : 10.10pm More Post