তুমি হতে চাই।
মো : মুক্তারুল ইসলাম মুক্তার
আমি প্রতিটা প্রহর
অপেক্ষা করি
তোমার তুমি ডাক শুনব বলে।
আর কত দিন
অপেক্ষা করবো।
কবে শুনতে পাব
সেই তুমি ডাক।
আপনি করে আর কত
ডাকবে আমায়।
যত বারই ইচ্ছা করেছি
তোমার কাছে যাওয়ার
তত বারই ফিরে যেতে হয়েছে
শুধু আপনি ডাকের কারণে ।
এতো কাছে এসে
এতো ভালো বেসেও
আমি শুনতে পেলাম না
মিষ্টি মধুর রসালো
সেই মধু মাখা তুমি ডাক।
ছুঁইতে ইচ্ছা করে
বিবেকে লাগে
আপনি ডাক বলে।
কি অদ্ভুত ডাক
পৃথক করে দেয়
কাছে আসতে।
আদৌ কি সেই ডাক
ভুলিবে না
ডাকিবে না কি
আমায় তুমি করে।
খুব ইচ্ছা করে
ঘুরে আসতে একবার
তোমার শহরটা।
Date: 30.06.2020
Time: 11: 00pm
Comments