Skip to main content

Posts

Showing posts from November 23, 2021

একটা মিসেস চাই - মুক্তারুল ইসলাম মুক্তার

 একটা মিসেস চাই  মুক্তারুল ইসলাম মুক্তার  21.11.22 9:58pm আমার একটা মিসেস দরকার,  অতি জরুরী ভিত্তিতে প্রয়োজন।  কেউ কি আমাকে খুঁজে দেবে, মনের মতো মিসেস।  যার ইচ্ছা হবে আমার ইচ্ছার মতো।  যার চাওয়া পাওয়া হব, শুধুই আমি। সুখে দুঃখে থাকবো দু'জন  পাশাপাশি।   তোমরা কি কেউ দিতে পারো আমায়,  এমন মেয়ের খোঁজ।  যার মনটা হবে মমের মতো সাদা।  রিদয়টা হবে নরম কাঁদার মতো।  এমন মনের মিসেস, আমার খুবই প্রয়োজন।  কেউ কি আছো, দিবে আমায় একটু খোঁজ,  ছবি কালেক্ট  #poemblogstorywriter #MuktarulIslam23 #Muktarul_Islam