ইচ্ছে গুলো মুক্তারুল ইসলাম মুক্তার আমার ইচ্ছে গুলো ইচ্ছে থাকে মন আমার স্বপ্ন দেখে, হাটতে তোমার সাথে হাত রেখে হাতে। মাঝে মাঝে ইচ্ছে করে উড়াল দিতে একটু সময় ঘুরতে তোমাকে সাথে নিয়ে এই অচেনা শহুরে। অজানা অচেনা নতুন শহরে হাটবে কি তুমি, আমার সাথে হাত রেখে হাতে। দিনের শেষে বেলা যখন যাবে গড়িয়ে, হাটবে কি তুমি আমার সাথে পদ্মা নদীর তীরে। তোমার মুখে ফোটাতে হাসি আনব তুলে পদ্মা ফুল, পড়িয়ে দিয়ে খোপায় বলব একটু হেসে আমি ভালবাসি তোমায়। Time : 8.30pm Date : 01-07-2020 #MuktarulIslam #MuktarulIslam32 #MuktarulIslam23 #poem #MsMusicTv #mypoem #life