মায়ের মতন নয়
মুক্তারুল ইসলাম মুক্তার
হিরা-মুক্তা, সোনা-রুপা
আছে যত দামী,মায়ের মতন দামী নয়।
গাল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, টয় ফ্রেন্ড
যত শত ফ্রেন্ড
নামে আছে
পৃথিবীতে যত ভালোবাসা
মায়ের ভালবাসার মতন নয়।
যত শত ফ্রেন্ড
নামে আছে
পৃথিবীতে যত ভালোবাসা
মায়ের ভালবাসার মতন নয়।
Date : 04.07.2020
Time : 10.10pm
Comments