Skip to main content

Posts

Showing posts from February 3, 2022

আমি কৃষক-মুক্তারুল ইসলাম মুক্তার

দেশকে এগিয়ে নিতে কৃষকের তুলনা অতুলনীয় ।  ছোট বড় গরীব ধনী চাকরিজীবী অচাকরীজিবী নির্বিশেষে সবাই আমরা কৃষকের উপর ভরসা করি। কিন্তু আমরা কৃষককে সম্মান করতে চায় না। আমার অহংকার আমি একজন কৃষকের ছেলে। কৃষির মধ্যেই মিশে আছে যেন আমার সমস্ত প্রাণ।              আমি কৃষক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি শ্রমিক দিনমজুর ভাই  মাঠে খেটে পুড়াই পিঠ  পাইনা কেনো ন্যায্য মূল্য ? সবাই ডাকে কৃষক বলে  আমি কৃষক না থাকিলে  না খেয়ে মরতে হবে  তোমার মতো চাকরিজীবীকে।  আমি বাফু হাবাবোবা   তাইতো রোদে পোড়াই  আমার সুন্দর দেহটারে  দশজনের কথা ভেবে।  তোমার মত আমি বাফু,  দেখাইতে পারি না  এতো বেশী ভাব খাবার খাওয়াই সবারে  মুখে তুলে দেয় হাতে করে।  তুমি বাফু কলম ধরে  কামাইছো টাকা বস্তা ভরে  একবার ভেবেছিলে ?  তিনবেলা পেটটা পুড়ে  খাচ্ছি ভাত ক্ষুদা পেলে  আসে কি তা অমনি করে ? তোমার বাফু বড়াই বেশী  টাকা-পয়সা বাড়ি-গাড়ি  সবই যেন তোমার ভুরি ভুরি  তাইতো অহংকার এতো বেশী।  আ...