Skip to main content

Posts

Showing posts from September 9, 2021

সুখ! সুখ! সুখ! মুক্তারুল ইসলাম মুক্তার

 সুখ! সুখ! সুখ!  মুক্তারুল ইসলাম মুক্তার  সুখ! সুখ! সুখ! করে মানুষ শুধু চিল্লাই কখনো কি সুখ পাইছে, কোটি টাকা থাকতে পারে  তবু সুখ নাই তার মাঝে । সুখের খুঁজে মানুষ হয়ে পরে  আত্মহারা । সুখ যদি পেতে চাও জীবনে, টাকার পেছনে না ঘুরে  স্বাভাবিক জীবন গড়। সুখ যদি চাও জীবনে  ভেজালকে বাদ দিয়ে  সুখি সুন্দর জীবন গড়ি । ভেজালের   জন্য  আজ সুখ নাই দেশে । রোজ সকালে উঠে দেখি  মানুষের হাটাহাটি, অসুখে ছড়াছড়ি। এতো সুন্দর,দামী খাবার খায়। ফলমূল শাকসবজি মাছ মাংস আর ডিম, তবুও অসুখে ছড়াছড়ি । ফলমূলে ফরমালিন, শাকসবজিতে কীটনাশক,  ভেজাল যে চারিদিকে ছড়িয়ে  কোথায় পাইবে ভিটামিন । সব কিছু হইল হাইব্রিড  মাছ মাংস আর ডিম । দুধের ছানায় হয় না,  ময়দা ছাড়া মিষ্টি । ভেজালে যে সব কিছুরই সৃষ্টি ।