Skip to main content

সুখ! সুখ! সুখ! মুক্তারুল ইসলাম মুক্তার

 সুখ! সুখ! সুখ! 

মুক্তারুল ইসলাম মুক্তার 



সুখ! সুখ! সুখ!
করে মানুষ শুধু চিল্লাই
কখনো কি সুখ পাইছে,
কোটি টাকা থাকতে পারে 
তবু সুখ নাই তার মাঝে ।

সুখের খুঁজে মানুষ হয়ে পরে  আত্মহারা ।
সুখ যদি পেতে চাও জীবনে,
টাকার পেছনে না ঘুরে 
স্বাভাবিক জীবন গড়।

সুখ যদি চাও জীবনে 
ভেজালকে বাদ দিয়ে 
সুখি সুন্দর জীবন গড়ি ।
ভেজালের   জন্য  আজ সুখ নাই দেশে ।

রোজ সকালে উঠে দেখি 
মানুষের হাটাহাটি,
অসুখে ছড়াছড়ি।

এতো সুন্দর,দামী খাবার খায়।
ফলমূল শাকসবজি মাছ মাংস আর ডিম,
তবুও অসুখে ছড়াছড়ি ।

ফলমূলে ফরমালিন, শাকসবজিতে কীটনাশক, 
ভেজাল যে চারিদিকে ছড়িয়ে 
কোথায় পাইবে ভিটামিন ।

সব কিছু হইল হাইব্রিড 
মাছ মাংস আর ডিম ।
দুধের ছানায় হয় না, 
ময়দা ছাড়া মিষ্টি ।
ভেজালে যে সব কিছুরই সৃষ্টি ।

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।