স্মার্টফোন মুক্তারুল ইসলাম মুক্তার আজকাল আর হয়না কথা মুঠো ফোনে। চিঠি! সেতো অনেক আগের কথা, এখন আর নেই বললেই চলে। কি এক নতুন যুগরে বাবা! দেখলে বিশ্বাসই হয়না, মনে হয় যেন সামনাসামনি, বসে দুজন গল্প করছি। সে যখন দিলো আমায় ভিডিও কল, মনে হলো, সে চলে এলো বুঝি। এবার তারে একটু ছুইয়ে, দেখতে চাইল আমার মন। কিন্তু না, কিছুতেই আমি পারছি না। মাঝখানে এক কাঁচের দেয়াল আমায় বিরক্ত করে অতি বেশী, স্পর্শ যেন করতেই দেয় না আমার প্রিয় নন্দীনিকে। আহ! কি এক অদ্ভূদ কান্ড, আমি যতবারই তারে স্পর্শ করার চেষ্টা করেছি, সে ততবারই আমাকে বাধা দিয়েছে। রাগের মাথায় হঠাৎ করে, বুদ্ধি এলো মাথায়। সে তো আছে অনেক দূরে, আমার কাছে তো নয়। আমি যেন তারে দেখেই পাগল হয়েছি, ভূলেই গেছি সে যে নেই আমার কাছে। #MuktarulIslam23 #poemblogstorywriter #Muktarul_Islam #poem #muktar #poetry Follow us on Facebook https://facebook.com/MuktarulIslam23