Skip to main content

Posts

Showing posts from January 6, 2021

আমার একটা মন চাই - Amar Akta Mon Chai

আমার একটা মন চাই কলমে মুক্তারুল ইসলাম মুক্তার আমার একটা মন চায় যার ইচ্ছা গুলো হবে, আমার মনের মতো। আমার একটা মন চায় যার চাওয়া গুলো হবে আমার চাওয়ার মতো। আমার একটা মন চায় যার ভালোলাগা অনুভূতি গুলো হবে আমার অনুভূতির মতো। আমার একটা মন চায় যার ভালোবাসা গুলো হবে শুধু আমাকে ঘিরে। আমার একটা মন চায় মনের মতো একটা মানুষ চায়। যার রিদয়ে আমি ছাড়া আর কেউ নেই। আমার একটা মন চায় যার মনটা হবে সাদা মমের মতো। এমন একটা মন চায় আমার এমন একটা চায় । Date : 05.07.2020 Time: 7.10am # MuktarulIslam23   #MuktarulIslam32

মনে পড়ে - Mone Pore

  মনে পড়ে মো :মুক্তারুল ইসলাম মুক্তার নিঝুম এই জোসনার রাতে যদি মনে পড়ে আমাকে। ভেবো না আমি আছি..... তোমার কাছ থেকে দুরে। পড়ে নিও তুমি আমার লেখা কবিতা । ভাল লাগার কিছু চেতনা, লিখবো তোমার জন্য। যদি তুমি কখনো, হারিয়ে যাও _ মন খারাপের দেশে। পড়ে নিও তুমি আমার লেখা রূপকথার গল্প। Read More Poem #MuktarulIslam23 #MuktarulIslam32