Skip to main content

Posts

Showing posts from September, 2021

বয়সে যুবতি Muktarul Islam Muktar

বয়সে যুবতি  মুক্তারুল ইসলাম মুক্তার সবে মাত্র হয়েছি যুবতি বয়স হয়েছে কুড়ি। এই বয়সে যায় কি থাকা মনকে সামলে রাখা বড় দায়। বড় কঠিন মনের চাল  কখন কি যে হয়  বুঝা বড় দায়। মনটা যে উরু উরু ধুরু ধুরু করে  কখন জানি কার প্রেমেতে মন যাই মজাইয়া । দেখলে কাউকে বলতে ইচ্ছে হয়, ভালবাসি তোমায় আমি। 

সুখ! সুখ! সুখ! মুক্তারুল ইসলাম মুক্তার

 সুখ! সুখ! সুখ!  মুক্তারুল ইসলাম মুক্তার  সুখ! সুখ! সুখ! করে মানুষ শুধু চিল্লাই কখনো কি সুখ পাইছে, কোটি টাকা থাকতে পারে  তবু সুখ নাই তার মাঝে । সুখের খুঁজে মানুষ হয়ে পরে  আত্মহারা । সুখ যদি পেতে চাও জীবনে, টাকার পেছনে না ঘুরে  স্বাভাবিক জীবন গড়। সুখ যদি চাও জীবনে  ভেজালকে বাদ দিয়ে  সুখি সুন্দর জীবন গড়ি । ভেজালের   জন্য  আজ সুখ নাই দেশে । রোজ সকালে উঠে দেখি  মানুষের হাটাহাটি, অসুখে ছড়াছড়ি। এতো সুন্দর,দামী খাবার খায়। ফলমূল শাকসবজি মাছ মাংস আর ডিম, তবুও অসুখে ছড়াছড়ি । ফলমূলে ফরমালিন, শাকসবজিতে কীটনাশক,  ভেজাল যে চারিদিকে ছড়িয়ে  কোথায় পাইবে ভিটামিন । সব কিছু হইল হাইব্রিড  মাছ মাংস আর ডিম । দুধের ছানায় হয় না,  ময়দা ছাড়া মিষ্টি । ভেজালে যে সব কিছুরই সৃষ্টি ।

স্বাধীনতা হারিয়ে গেছে

  স্বাধীনতা হারিয়ে গেছে মুক্তারুল ইসলাম মুক্তার স্বাধিনতা হারিয়ে গেছে সেই কবে জানি না তো এখনো আমি তবে।। আমি পাইনি খুঁজে কখনো স্বাধীনতা মুখ খুলে বলতে পারি না কোন কথা।। কোথায় হারিয়ে গেল স্বাধীনতা... স্বাধীনতা নেই আর স্বাধীনতা... স্বাধীন দেশে কাকা, এখনো আমি পরাধীন, মুখ খুলে বলতে পারি না কোন কথা । স্বাধীনতার নামে মামা,  দেশে চলে যুলুম আর নির্যাতন, হচ্ছে কত দেশে নারী ধর্ষণ।। দেখাই খালু তারা আইনের প্রভাব, ধর্ষণ করে শুধু দিনরাত। স্বাধীনতা আর গণতন্ত্র নেই আর  দেশে চলছে শুধু এক নায়ক তন্ত্র। স্বাধীনতা নেই আর স্বাধীনতা।।