স্বাধীনতা হারিয়ে গেছে মুক্তারুল ইসলাম মুক্তার স্বাধিনতা হারিয়ে গেছে সেই কবে জানি না তো এখনো আমি তবে।। আমি পাইনি খুঁজে কখনো স্বাধীনতা মুখ খুলে বলতে পারি না কোন কথা।। কোথায় হারিয়ে গেল স্বাধীনতা... স্বাধীনতা নেই আর স্বাধীনতা... স্বাধীন দেশে কাকা, এখনো আমি পরাধীন, মুখ খুলে বলতে পারি না কোন কথা । স্বাধীনতার নামে মামা, দেশে চলে যুলুম আর নির্যাতন, হচ্ছে কত দেশে নারী ধর্ষণ।। দেখাই খালু তারা আইনের প্রভাব, ধর্ষণ করে শুধু দিনরাত। স্বাধীনতা আর গণতন্ত্র নেই আর দেশে চলছে শুধু এক নায়ক তন্ত্র। স্বাধীনতা নেই আর স্বাধীনতা।।