Skip to main content

Posts

Showing posts from June 16, 2020

আমি বাঙ্গালী-Muktarul Islam Muktar

আমি বাঙ্গালী। মো: মুক্তারুল ইসলাম মুক্তার আমি বাংলায় কথা বলি তাই আমি বাঙ্গালী। আমি বাংলাদেশে বাস করি তাই আমি বাঙ্গালী। বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার জনের ভাষা বাংলা যে আমার জন্মভূমি তাই আমি বাঙ্গালী। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমি, আমার মাতৃভাষা বাংলা। পৃথিবীতে যত ভাষা ইংলিশ, হিন্দি, উর্দূ, ফারসী আছে  আর ও যত শত ভাষা, সবার থেকে সেরা আমার মাতৃভাষা বাংলা। আমার অহংকার আমি বাঙ্গালী। Time : 6:44pm Date  :  16.06.20 #MuktarulIslam32 #MuktarulIslam23 #MuktarulIslam      #MsMusicTv

সেই স্মৃতি মনে পরে-Muktarul Islam Muktar

সেই স্মৃতি মনে পরে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার সেই দিন রাতে আমি, কত যে কেঁদেছি মাগো, তোমার কথা ভেবে। যে রাত্রিতে আমাকে ডেকে মাগো বলেছিলে খোকা, যদি করে করে থাকি কোন ভুল ক্ষমা করে দিস আমাকে। আজ আমি যাব চলে ত্রিভুবন ছেড়ে। খোকা তোকে একা করে যাচ্ছি চলে পরপারে। ভাল থাকিস খোকা তুই ভুবনে। যদি পারিস খোকা করিস একটু দোয়া তোর জনম দুঃখী মায়ের জন্য। এর থেকে বেশী কিছু চাইনা খোকা তোর কাছে। চলে যাচ্ছি আমি, খোকা তুই ভালো থাকিস। সেইদিন রাতের কথা এখনো আমাকে কাঁদায়। তোমার স্মৃতি গুলো মাগো সারাক্ষণ চোখ ভাসায়। আজ ভুলিনি, আমি সেই রাতের কথা। Date  : 22.5.20 Time : 3:36 am #MuktarulIslam32   #MuktarulIslam23 #MuktarulIslam        #MSMusicTv