Skip to main content

Posts

Showing posts from April 24, 2025

Akashe Megh Jomese - SM. Muktar Sorkar

 আকাশে মেঘ জমেছে  মন বিষন্ন হয়েছে।  তোমার ভাবনায় কাটছে প্রহর  গুনছি সময়ের দ্বার।  কবে আসবে আমার  এমন একটা রাত।  নির্ঘুম চোখে কেটে যাবে  রাতের প্রহর, খুলবে দরজার দ্বার।  আর কত কাল দেখবো একাই,  আকাশে জমে থাকা কালো মেঘ । কাটবে না কি কভু সেই ঘোর? আসবে না কি এমন ভোর, যেই ভোরের আলোয়  নতুন সূর্য ছড়ায়  স্নিগ্ধ আলো।  এস এম মুক্তার সরকার  সময় 10:25pm তাং: 14-08-24