শ্যামা সুন্দরী পর্ব ৩য় কলমে মূক্তারুল ইসলাম মুক্তার 03.11.2021 10:42 pm "দীঘল কালো লম্বা চুল গুলো, যখন তুমি হাওয়াই উড়াও তখন লাগে অনেক সুন্দর। কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।" "ঠোঁট দুটি তার কমলা লেবু, যেন রসে ভরা। দুই কানে দুই রিং ঝুলানো, নাকটা বাসির মতো। ইচ্ছে করে এই মেয়েকে বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।" এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো। যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না...