Skip to main content

Posts

Showing posts from December 26, 2020

পথ হারা পথিক - Poth Hara Pothik 2021

  পথ হারা পথিক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি পথ হারা পথিক,  পাই না খুঁজে কোনো আলোর পথ, যেই পথে চলবে জীবন মোর । আমি ছদ্মবেশী পথিক হয়ে, খুঁজি সদা সত্যের পথ।। যেই পথে আছে মোর জীবন গাঁথা, দেখায় সর্বদাই  আলোর পথ। মুক্ত করে অন্ধ থেকে,  আলো দেখায় সর্বকালের।  আমি খুঁজে ফিরি সেই পথ, যেই পথে থাকব চিরকাল অমলিন।  যেই পথে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার।  যেই পথে আছে শুধু স্নেহ-ভালোবাসা , মায়া আর মমতা।  আমি খুঁজি সেই পথ, কোথায় গেলে পাওয়া যায় এমন? আমি খুঁজেছি দেশ হতে দেশান্তরে , কোথাও মেলেনি,   আজ ও খুঁজে পাইনি, এমন কোনো পথ।  তাইতো মনে মনে প্রতিজ্ঞা করি,   থাকব না আর লোকালয়ে,  চলে যাব গহীন জঙ্গলে। খোদার প্রেমে থাকিব মগ্ন, গহিন অরণ্যে।  আমি খুঁজে ফিরি আসনে,  খোদারি স্মরণে।  সমাজ সংসার ত্যাগে নয় ইবাদত-বন্দেগী, পরিবার পরিজন ছেড়ে । Time : 12:00 am   #MuktarulIslam23 #muktarulislam32 #poem  Like & follow