শ্যামা সুন্দরী মুক্তারুল ইসলাম মুক্তার প্রথম পর্ব Time:10:40pm Date:01.11.2021 আমি এমন একজন যার বেড়ে ওটা অন্য দশ জন ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। অতিসাধারন ভাবে বড় হয়েছি আমি । আমরা যে সময়ে বড় হয়েছি তখন স্টাইল বলতে তেমন কিছু ছিল না। সবাই খুব সাদা সিধে জীবন যাপন করতো। তখন দশ টাকায় যেন অনেক টাকা। ঠিক এমন একটা সময়ে আমরা বড় হয়েছি। আমি স্কুলে পড়তাম তখন মোবাইল ফোন ছিল না। কতিপয় কয়েক জনের হাতে ছিল। এখন তো ছোট বাচ্ছাদের হাতেও টার্চ ফোন। ভাবতেই অবাক লাগে আমার, আমাদের সময়ের কথা মনে হলে। আমি যখন স্কুলে যাইতাম মাঝে মধ্যে একটা মেয়েকে দেখতাম । আর মনে মনে ভাবতাম, মনে সে আমার খুব কাছের একজন হবে, আসলে তা না। তাকে নিয়ে আমি মাঝে মাঝে ভাবতাম। আমি তো কখনোই বুঝতাম না যে ভালবাসা টা কি জিনিস । এখন তো আট নয় বছরের ছেলে মেয়েরাও প্রেম করে। যদিও আমি তখন বড় ছিলাম, কিন্তু সে ছিল পিচ্ছি একটা মেয়ে। মনে হয় সে ৬ষ্ঠ কিংবা ৭ম শ্রেণীতে পড়ে। আর তখন আমি দশম শ্রেণীতে পড়ি। প্রতিদিন তার সাথে আমার দেখা হতো। আমি তাকে দেখার পর যেন অন্য কাউকে আর দেখতে ইচ্ছে হতো না, শুধু ওর দিকেই চেয়ে থাকতাম । যতক্ষন ন...