সুখের খোঁজে মুক্তারুল ইসলাম মুক্তার আমি ক্ষান্ত নয় বরং চলমান আমি ক্লান্ত নয় বরং অবিচল। আমার নেই কোন স্বস্তি একটু খানি বসিবার। আমি চিরকাল অবিচল নিশ্বাস আছে যতকাল। লোকে বলে, সুখ সে তো অনেক দূরে। চাইলে কি পাওয়া যায় সেই সুখ টারে। আমি হন্য হয়ে খুঁজি তপ্ত মরুর বুকে একটু খানি স্বস্তির আশ্বাসে। কোথায় সুখ, কোথায় স্বস্তি, তপ্ত মরুর বুকে যেন মরীচিকার বেলাভূমি। Time : 5:30 pm Date : 21.9.20