চেনা থেকে অচেনা মুক্তারুল ইসলাম মুক্তার সরকার জীবনে মানুষ কে ভালো বাসতে শিখো, কিন্তু কখনো মানুষ কে দুঃখ দিতে শিখো না। কারো রিদয় শূন্য করে হয়তোবা, জীবনে বেঁচে থাকা যায়। কিন্তু কখনো সুখী হওয়া যায় না। যে তোমাকে আপন ভেবে বুকে দিয়েছিল ঠাঁই, ভালোবেসে যত্ন করে আগলে রেখেছিল বুকে। আজ তাকেই পর করে চলে গেলে। 26.01.2022 09:22pm