শ্যামা সুন্দরী
পর্ব ৩য়
কলমে মূক্তারুল ইসলাম মুক্তার
03.11.2021
10:42 pm
"দীঘল কালো লম্বা চুল গুলো,
যখন তুমি হাওয়াই উড়াও
তখন লাগে অনেক সুন্দর।
কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।"
"ঠোঁট দুটি তার কমলা লেবু,
যেন রসে ভরা।
দুই কানে দুই রিং ঝুলানো,
নাকটা বাসির মতো।
ইচ্ছে করে এই মেয়েকে
বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।"
এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে।
দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো।
যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না দেখে কোন ভাবেই যেন দিন গুলো ভালো যাচ্ছিল না। আর যাবেই বা কেমন করে। প্রিয়জন ছাড়া কি করে জীবন ভালো ভাবে চলে। যত দুঃখ কষ্টই থাকুক না কেন জীবনে, প্রিয় জনের মুখ দেখলে সব কষ্টই ভুলে থাকা যায়। সুখে দুঃখে তুমি মোর পাশে থেক।
"বাস্তবে জীবনটা বড়ই কঠিন।"
অনেক দিন পর আখির সাথে আবার আমার নিয়মিত দেখা হতে লাগল। আহ! দীর্ঘ দিন পর তার সাথে আবার দেখা; কি আনন্দ লাগছিল? প্রায় দিন দুইজন এক সঙ্গে, একই গাড়িতে চড়ে পড়তে যাইতাম। একজন আরেকজনকে দেখছি কিন্তু কেউ যেন কাউকে কিছু বলছি না।
মাঝখানে যেন কাঁচের দেয়াল। যে এপাশ থেকে ওপাশ দেখা ঠিকই যাচ্ছে, কিন্তু কারো সাথে কারো কোন কথা হচ্ছে না।
কি এক অদ্ভুদ কান্ড; দেখতে দেখতে সে আমার সামন থেকে চলে গেল । কিছুতেই যেন চোখের পলক পড়ছে। আমি যেন অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছি। মনে হচ্ছে সে এখনোও আমার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু না সে চলে গেছে, যেটা আমি দেখছি সেটা হচ্ছে কাল্পনিক ।
ওর মায়াবি দুটি চোখের দিকে তাকিয়ে দেখি, চোখে যেন পানি টল টল করছে। কখন জানি আষাঢ় মাসের বৃষ্টির মতো গড় গড় করে গড়িয়ে পড়ে। এমন দুঃখ ভাড়াক্রান্ত এক অনুভুতি নিয়ে সে চলে গেল। আর বার বার সে যেন পেছন ফিরে তাকাচ্ছে মনে হচ্ছে সে কিছু একটা বলবে, কিন্তু সে কিছুই বলল না।
Comments