এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম,
মন দেখে নয় দেহ দেখে।
ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম,
কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট।
তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে,
যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ।
ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ।
একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন,
ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,
ছিল শুধু ভোগের পিপাসা।
আজ সেই ব্যশ্যার জন্য,
হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব।
8.1.24 9.21pm
Comments