সেই স্মৃতি মনে পরে
মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার
সেই দিন রাতে আমি,
কত যে কেঁদেছি
মাগো, তোমার কথা ভেবে।
যে রাত্রিতে আমাকে ডেকে মাগো
বলেছিলে খোকা,
যদি করে করে থাকি কোন ভুল
ক্ষমা করে দিস আমাকে।
আজ আমি যাব চলে
ত্রিভুবন ছেড়ে।
খোকা তোকে একা করে
যাচ্ছি চলে পরপারে।
ভাল থাকিস খোকা তুই ভুবনে।
যদি পারিস খোকা
করিস একটু দোয়া
তোর জনম দুঃখী মায়ের জন্য।
এর থেকে বেশী কিছু
চাইনা খোকা তোর কাছে।
চলে যাচ্ছি আমি,
খোকা তুই ভালো থাকিস।
সেইদিন রাতের কথা
এখনো আমাকে কাঁদায়।
তোমার স্মৃতি গুলো মাগো
সারাক্ষণ চোখ ভাসায়।
আজ ভুলিনি, আমি সেই রাতের কথা।
Date : 22.5.20
Time : 3:36 am
#MuktarulIslam32 #MuktarulIslam23
#MuktarulIslam #MSMusicTv
Comments